পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নাম প্রত্যাহার মিনার্ভার, সুপার কাপ ঘিরে জট - undefined

সুপার কাপ থেকে নাম তুলে নিল মিনার্ভা পঞ্জাব।

রঞ্জিত বাজাজ

By

Published : Mar 13, 2019, 6:31 AM IST

কলকাতা, ১৩ মার্চ : সুপার কাপ থেকে নাম তুলে নিল মিনার্ভা পঞ্জাব। গতকাল ফেডারেশন সচিব কুশল দাসকে চিঠি দিয়ে সুপার কাপ থেকে নাম তোলার সিদ্ধান্ত জানিয়েছেন দলের কর্ণধার রঞ্জিত বাজাজ। তাঁদের বক্তব্য, ফেডারেশনের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদেই এই পদক্ষেপ নিয়েছেন তাঁরা।

তিনি বলেন, শুধু মিনার্ভা পঞ্জাবই নয়, আই লিগের বাকি দলগুলোও একই পথে হাঁটবে। তাঁর এই কথায় সুপার লিগ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানও সুপার কাপে খেলতে না পারে বলে খবর ছড়িয়ে যায়। কিন্তু, কোয়েস ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন বলেন, তাঁরা এরকম কোনও সিদ্ধান্তের কথা জানেন না। লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, এই ধরনের পরিকল্পনার কথা তাঁদের জানা নেই। মোহনবাগানের তরফেও সুপার কাপ থেকে নাম তোলার কোনও ইঙ্গিত নেই। তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন তাঁরা।

যদিও ফেডারেশনের আচরণে সবাই ধোঁয়াশায়। চলতি মাসের শেষ সপ্তাহে ভুবনেশ্বরে বসবে সুপার কাপের আসর। আই লিগ ও ISL-এর প্রথম ছ'টি দল নিয়ে ১২ দলের মূলপর্ব শুরু হবে। বাকিদের যোগ্যতামান পর্ব পার করে আসতে হবে। কিন্তু, মিনার্ভা পঞ্জাব বয়কটের রাস্তায় হাঁটায় ক্লাব ও ফেডারেশনের মধ্যে সম্পর্কে ফের চিড় ধরল।

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া আই লিগে অশান্ত কাশ্মীরে খেলতে যেতে অস্বীকার করেছিল মিনার্ভা পঞ্জাব। যা নিয়ে তিক্ততা আইনি পথে গড়িয়েছিল। পঞ্জাব ক্লাব দলের তরফ থেকে ফেডারেশনের প্রতি করা উক্তি দেশীয় ফুটবলের নিয়ামক সংস্থার কর্তারা ভালোভাবে নেননি।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details