কলকাতা, ১৩ মার্চ : সুপার কাপ থেকে নাম তুলে নিল মিনার্ভা পঞ্জাব। গতকাল ফেডারেশন সচিব কুশল দাসকে চিঠি দিয়ে সুপার কাপ থেকে নাম তোলার সিদ্ধান্ত জানিয়েছেন দলের কর্ণধার রঞ্জিত বাজাজ। তাঁদের বক্তব্য, ফেডারেশনের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদেই এই পদক্ষেপ নিয়েছেন তাঁরা।
তিনি বলেন, শুধু মিনার্ভা পঞ্জাবই নয়, আই লিগের বাকি দলগুলোও একই পথে হাঁটবে। তাঁর এই কথায় সুপার লিগ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানও সুপার কাপে খেলতে না পারে বলে খবর ছড়িয়ে যায়। কিন্তু, কোয়েস ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন বলেন, তাঁরা এরকম কোনও সিদ্ধান্তের কথা জানেন না। লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, এই ধরনের পরিকল্পনার কথা তাঁদের জানা নেই। মোহনবাগানের তরফেও সুপার কাপ থেকে নাম তোলার কোনও ইঙ্গিত নেই। তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন তাঁরা।