পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কাশ্মীরকে ওয়াকওভার কেন ? ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মিনার্ভা - Real Kashmir

পুলওয়ামা হামলার পর কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ না খেলায় কাশ্মীরকে ওয়াকওভার দেওয়া হয়। তার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হল মিনার্ভা পঞ্জাব।

ফাইল ফোটো

By

Published : Feb 18, 2019, 9:33 PM IST

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল মিনার্ভা পঞ্জাব। ক্লাবের কর্ণধার রঞ্জিত বাজাজ জানান, তাঁরা ইতিমধ্যে ফেডারেশনকে আইনি চিঠি দিয়েছেন। আগামীকাল শুনানি হবে।

সূচি অনুযায়ী আজ কাশ্মীরের মাটিতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর নিরাপত্তার অভাব দেখিয়ে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে চায়নি মিনার্ভা। ম্যাচটি সরানোর বা দিন পরিবর্তনের জন্য আবেদন করেছিল। কিন্তু, ফেডারেশন নিজের অবস্থানে অনড় থাকে। আই লিগ CEO সুনন্দ ধর বলেন, ম্যাচ আয়োজনে সবরকম ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ কমিশনার ম্যাচ আয়োজনের পক্ষে সবুজ সংকেত দিয়েছেন। এই অবস্থায় কোনও দল না খেলতে গেলে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সেইমতো মাঠে রিয়াল কাশ্মীর উপস্থিত হলেও মিনার্ভা পঞ্জাব আসেনি। ফলে রেফারি ও ম্যাচ কমিশনার নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর কাশ্মীরকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নেন। নিয়মমতো রিয়াল কাশ্মীরকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয়। কিন্তু, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয় মিনার্ভা পঞ্জাব। ফলে ৩৫ পয়েন্ট নিয়ে আই লিগের টেবিলে রিয়াল কাশ্মীর দ্বিতীয় স্থানে চলে গেলেও তা নিয়ে জট কাটল না।

আই লিগ CEO সুনন্দ ধর জানান, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ দেওয়া হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল কাশ্মীরে খেলবে। তারাও তো কাশ্মীরে খেলতে যেতে অস্বীকার করছে না। যদিও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। তবে মিনার্ভার আইনি পথে চলে যাওয়ার পর এখন পরিস্থিতির বদল হয় কি না সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details