পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মিডফিল্ডারদের খেলার উন্নতির প্রয়োজন : হাবাস - রয় কৃষ্ণ

পর পর তিনটি ম্য়াচে জয় ৷ আগামীকাল জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা ৷ আত্মতুষ্টি নয় বরং দলের শক্তি এবং দুর্বলতা পর্যালোচনা করে মিডফিল্ডারদেলর খেলা আরও ভালো করার প্রয়োজন রয়েছে বলে জানান স্প্যানিশ কোচ ৷

Antonio López Habas
আন্তেনিও লোপেজ হাবাস

By

Published : Dec 6, 2020, 10:52 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : "আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তিনটে জয় জরুরি । এই জয় পাওয়ার জন্য কৌশল এবং জয়ের খিদে জরুরি । সেই কারণেই এটিকে-মোহনবাগান তিনটে জয় পেয়েছে ৷" জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামার 24 ঘণ্টা আগে এভাবে নিজের দলের সাফল্যের রহস্য ভাঙলেন আন্তেনিও লোপেজ হাবাস

সোমবার চারনম্বর ম্যাচটি খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড । কেরালা ব্লাস্টার্স, এসসি ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসিকে হারিয়ে আত্মবিশ্বাসী প্রবীর দাস, অরিন্দম ভট্টাচার্যরা । দলের প্রতিটি ফুটবলার নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন । এর পাশাপাশি দলে রয় কৃষ্ণের মত গোলমেশিনের উপস্থিতি হাবাসের কাজ সহজ করে দিয়েছে । অন্য দলগুলো যখন পয়েন্ট পেতে সমস্যায় পড়ছে, তখন এটিকে-মোহনবাগান শেষ মিনিট পর্যন্ত নিংড়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়ে আসছে । গোয়ার গরম এবং আদ্রতা সমস্যা করলেও হাবাস কোনও অজুহাত তুলতে চান না । বরং মানিয়ে নিয়ে সেরাটা মাঠে দেওয়ার কথা বলছেন । এমনকী ব্যস্ত ক্রীড়াসূচিতে ফুটবলারদের ক্লান্তি দূর করার সমস্যা হলেও কোভিড পরিস্থিতিতে তা নিয়ে চলার কথা স্প্যানিশ হেডস্যারের মুখে ।

আরও পড়ুন : জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু অরিন্দম, প্রবীরদের

ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়ার চোটের গভীরতা জানে সবুজ মেরুন থিঙ্কট্যাঙ্ক । তবে তাঁদের চোটের উন্নতি দেখে খুশি । আশা করা হচ্ছে দ্রুত মাঠে ফিরবেন দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ।

দলের জয়ে প্রধান ভূমিকা নিচ্ছেন রয় কৃষ্ণ । গত আইএসএলে 15 টি গোল করার পরে এবার তিন ম্যাচে স্কোরবোর্ডে নাম তুলেছেন । যা ফিজিজাত স্ট্রাইকারের কাছেও নজির । বলা হচ্ছে গোলের জন্য রয় কৃষ্ণের ওপর নির্ভরতা বাড়তি চাপ । হাবাস অবশ্য এই ব্যাপারে সহমত নন । তাঁর মতে, "রয় কৃষ্ণ একজন দুরন্ত ফুটবলার । মানসিকভাবে শক্তপোক্ত । তাই ওর ওপর বিষয়টি বাড়তি চাপ হয়ে যাচ্ছে মনে করি না ।"

দলের শক্তি বাড়ানো, দুর্বলতা এবং উন্নতির প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে স্প্যানিশ হেডস্যারের বিশ্লেষণ," আমাদের মাঝমাঠের খেলায় উন্নতি দরকার । আমাদের খেলার দর্শন একসঙ্গে আক্রমণ এবং রক্ষণ সামলানো । সেখানে মিডফিল্ডারদের আরও ভূমিকা নিতে হবে ।"

প্রতিপক্ষ জামশেদপুর এফসিকে কঠিন দল বলে বর্ণনা করেছেন এটিকে-মোহনবাগানেরহেডস্যার । বলছেন, "দলে ভালো ফুটবলাররা রয়েছেন । ভারতীয় এবং বিদেশিরা সকলেই ভালো । শুধু জামশেদপুর নয় আইএসএলে প্রতিটি দলেই ভালো ফুটবলার রয়েছেন । তাই জামশেদপুর এফসি ম্যাচটি কঠিন হতে চলছে ।" আইএসএলে দারুণ শুরুর সুবিধা ধরে রাখাই এখন পাখির চোখ ।



ABOUT THE AUTHOR

...view details