কলকাতা, 8 অক্টোবর : সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের সঙ্গে IFA-এর নামও জুড়ে গেল । নাম হল দা IFA সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন ৷ বৃহস্পতিবার দুপুরে সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন মেট্রো স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় । সেই সঙ্গে হয় নামকরণও । স্টেশন উদ্বোধন ঘিরে একটি ছোট্ট অনুষ্ঠান হয় ৷ মেট্রো রেলের জেনেরাল ম্যানেজার মনোজ জোশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । ছিলেন IFA-এর তিন কর্তা সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান এবং AIFF-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত এবং সচিব জয়দীপ মুখোপাধ্যায় ।
সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ল IFA-র নাম
IFA-এর চেয়ারম্যান সুব্রত দত্ত বলেছেন,"জুরিখে ফিফার নামে কোনও স্টেশন নেই । সেদিক থেকে IFA নজির গড়ল ।" ইংল্যান্ডে আর্সেনাল ক্লাবের নামে টিউবরেল স্টেশন রয়েছে । এদেশে কোনও রাজ্য ক্রীড়া নিয়ামক সংস্থার নামে রেলওয়ে স্টেশন নামাঙ্কিত হওয়ার নজির নেই ।
IFA-এর চেয়ারম্যান সুব্রত দত্ত বলেছেন,"জুরিখে ফিফার নামে কোনও স্টেশন নেই । সেদিক থেকে IFA নজির গড়ল ।" ইংল্যান্ডে আর্সেনাল ক্লাবের নামে টিউবরেল স্টেশন রয়েছে । এদেশে কোনও রাজ্য ক্রীড়া নিয়ামক সংস্থার নামে রেলওয়ে স্টেশন নামাঙ্কিত হওয়ার নজির নেই । সেক্ষেত্রেও IFA-এর নাম সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের নামের সঙ্গে জুড়ে যাওয়া একটি পথপ্রদর্শক বলা যায় । তবে এই উদ্যোগের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল বহু দিন আগে । IFA-এর প্রয়াত সচিব প্রদ্যোৎ দত্ত একটা সময় চাঁদনি চক মেট্রো স্টেশনের নাম বদলে IFA-এর নামে করতে চেয়েছিলেন । কারণ IFA-এর অফিস চাঁদনি মেট্রো স্টেশনের গায়ে । কিন্তু সেই সময় তা সফল হয়নি । এবার শহরের নবনির্মিত মেট্রো স্টেশনের নাম জুড়ে গেল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার সঙ্গে ।
স্টেশনের আভ্যন্তরীণ দেওয়ালে দুই অলিম্পিয়ান প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং চুনী গোস্বামীর ছবি দিয়ে সাজানো হয়েছে । এর আগে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় মেট্রো টানেল ফুটবলের ছবি দিয়ে সাজানো হয়েছিল । আপাতত দুই অলিম্পিয়ানের ছবি থাকলেও ভবিষ্যতে শৈলেন মান্না সহ অন্যান্য কৃতী ফুটবলারদের ছবি এবং কীর্তির কথা লেখা থাকবে । স্টেশনের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং রঞ্জন ভট্টাচার্য ।