প্যারিস, 21 নভেম্বর : লিগ ওয়ানে গোলের অভিষেক করে ফেললেন লিওনেল মেসি ৷ শনিবার কিলিয়ান এমবাপের পাস থেকে নান্তেসের জালে বল জড়ান ‘এলএম30’ ৷ মেসি-নেইমার-এমবাপের দাপটে 3-1 গোলে ম্যাচ জিতল প্যারিস সাঁ জা ৷
লিগ তালিকায় 11 নম্বরে থাকা টিমের বিরুদ্ধে খেলতে নেমে শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলছিল মেসি-নেইমাররা ৷ 2 মিনিটেই এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি ৷ যদিও 65 মিনিটের মাথায় কেলর নাভাস লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় খানিকক্ষণের জন্য ম্যাচে ফেরে নান্তেস ৷ 76 মিনিটে সমতা ফেরান কোলো মুয়ানি ৷ যদিও তার ঠিক 5 মিনিট পরেই ডেনিস অ্যাপিয়ার আত্মঘাতী গোলে ব্যাবধান বাড়ায় পিএসজি ৷ 87 মিনিটের মাথায় গোল করেন মেসি ৷