কলকাতা, 14 ডিসেম্বর : 2022 সালের বিশ্বকাপ লিওনেল মেসির হাতে উঠলে দারুণ হবে । তবে ও জীবন্ত কিংবদন্তি । শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বিশ্বকাপ হাতে না তুললেও হবে, বক্তা হার্নান ক্রেসপো ।
আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার এবারের কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যামবাসাডর । 15 ডিসেম্বর রবিবার ভোরে ম্যারাথনারদের দৌঁড় শুরু করার ফ্ল্যাগ অফ করতে উপস্থিত থাকবেন । ইতালির সিরি এ লিগের আইকন ফুটবলার, দেশের জার্সিতে গোল করার নিরিখে আর্জেন্টিনার তালিকায় চার নম্বরে রয়েছেন । ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা থাকা মানুষটি ভারতে এর আগেও এসেছেন ।
নিজের মাঠের জীবন ও দৌঁড়ের উপযোগিতা নিয়ে বলতে গিয়ে হার্নান ক্রেসপো বলেছেন,"আমরা যখন খেলতাম তখন ইতালির লিগ ছিল কঠিনতম । বিশ্বের সেরা ফুটবলাররা ওই লিগে খেলতেন । এখন যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা । প্রথম আটটি দলের দিকে তাকালেই বুঝতে পারবেন । সেরা ফুটবলাররা এখন ওখানে খেলে ।"
ফাঙ্কো বারোসিকে সবচেয়ে কড়া ডিফেন্ডার মনে হয়েছে তাঁর । চেলসির জার্সিতে দাপিয়ে ফুটবল খেলা আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার মনে করেন সুস্থ জীবনের জন্যে দৌঁড় খুবই প্রয়োজনীয় । খেলাধুলার অঙ্গ বটে ।
তৃপ্তি । রসগোল্লার স্বাদ চেখে দেখছেন ক্রেসপো রবিবার সকালে হাজার হাজার মানুষ দৌঁড়চ্ছে এবং তার আবহ এক কথায় অসাধারণ- মন্তব্য মেসিদের পূর্বসূরীর । ইতালির প্রথম সারির ক্লাব ইন্টার মিলান, এসি মিলান,পারমা, লাজিওর হয়ে তার দুরন্ত গোল করার ক্ষমতা আজও ফুটবল প্রেমীদের সুখস্মৃতি । বিশ্ব ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে সেরা ফুটবলার কে এই প্রশ্নে নিজের ভোটটা তিনি মেসির পক্ষেই দিয়েছেন ।
ফুটবল খেলতে ভারতে আগে এসেছিলেন । ফলে এদেশের ক্রীড়া আবেগের কথা জানেন । ফুটবল নিয়ে মাতামাতির বহর জানা । কলকাতায় প্রথমবার এসে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার ইচ্ছে ছিল । তবে কলকাতার মিষ্টি চেখেছেন । রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন । বর্তমান বিশ্ব ফুটবল নিয়ে কথা বলেছেন অকাতরে । এখন খেললে বার্সেলোনা তার প্রিয় ঠিকানা হত বলে জানিয়েছেন । মেসির পাশে খেলার সুযোগ উপভোগ করতেন, সে কথা বলতেও ভুললেন না ৷