কলকাতা, 14 জুলাই : বিড়ির প্যাকেটে লিওনেল মেসির হাসিমুখের ছবি ৷ নাম 'মেসি বিড়ি' ৷ আর এই বিড়ি খোদ পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ৷ মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি বিড়ি ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে মেসি বিড়ি (messi's photo on beedi packet) ৷ আজ নয় অনেকদিন থেকেই ৷ তবে মেসি কোপা আমেরিকা জেতার পর সেই বিড়ি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ বিড়ির প্যাকেটে আগেই ঝড় তুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এবার সেই পথে লিওনেল মেসিও ৷
কোপা আমেরিকা জয়ের পর সেলিব্রেশনের মুডে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ৷ ফুরফুরে মেজাজে মেসি ভক্তরাও ৷ কিন্তু বুয়েনস আইরেসে বসে থাকা মেসি জানেন না তাঁকে নিয়ে থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ ভারতে হইচই পড়ে গিয়েছে ৷ কারণটা মোটেও ফুটবল নয় ৷ দেশের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি নাকি মুখ দেখাচ্ছেন বিড়ির বিজ্ঞাপনে ৷ মুর্শিদাবাদের আরিফ বিড়ি ফ্যাক্টরির তৈরি মেসি বিড়ি এখন চর্চার বিষয় ৷