পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আর্সেনালকে 3-1 গোলে উড়িয়ে দিল লিভারপুল - Mohamed Salah

আর্সেনালকে 3-1 গোলে উড়িয়ে দিল লিভারপুল৷ জোড়া গোল করলেন অল রেড স্টার মহম্মদ সালাহ ৷

লিভারপুল

By

Published : Aug 25, 2019, 7:09 AM IST

লিভারপুল, 25 অগাস্ট : ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ম্যাচে আর্সেনালকে 3-1 গোলে উড়িয়ে দিল লিভারপুল৷ জোড়া গোল করলেন অল রেড স্টার মহম্মদ সালাহ ৷ অপর গোলটি করেন জোয়েল মাতিপ ৷ আর্সেনালের সান্ত্বনাসূচক গোলটি করেন লুকাস ৷

ম্যাচের শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ক্লপের ছেলেদের হাতে৷ সালাহ, সাদিও মানে , ফারমিনিয়ো, ফাবিনিয়োদের আটকানোর কোনও পথ ছিল না উনেই এমেরির ছেলেদের কাছে৷ অল রেডরা যেখানে গানারদের গোল মুখে 25টি শট নিয়েছে সেখানে গানারদের শট মাত্র 9টি ৷

ম্যাচের প্রথম 40 মিনিট কোনও গোল হয়নি ৷ 41 অল রেডদের গোলের দরজা খোলেন জোয়েল মাতিপ ৷ 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের ব্যবধান বাড়াল সালাহ ৷ এর পর 58 মিনিটে সালাহর দ্বিতীয় গোল ৷ 3-0 গোলে এগিয়ে যায় ক্লপের ছাত্ররা ৷ 85 মিনিটে লুকাস ব্যবধান কমালেও ম্যাচ ততক্ষণে অল রেডদের পকেটে ৷ তিন ম্যাচে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল ৷ 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল ৷

ABOUT THE AUTHOR

...view details