পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জয় দিয়ে নতুন বছর শুরু করতে চায় ইস্টবেঙ্গল - কলকাতা

আজ কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে গোয়া যাওয়ার বিমান ধরেছে ইস্টবেঙ্গল ৷ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ক্লাব ৷ আলেয়ান্দ্রো জানান, দলের প্রস্তুতিতে খুশি তিনি ৷ সঙ্গে আশাবাদীও ৷ তিন পয়েন্ট তুলে আনাই এখন একমাত্র লক্ষ্য ৷

একমাত্র লক্ষ্য ইস্টবেঙ্গলের
একমাত্র লক্ষ্য ইস্টবেঙ্গলের

By

Published : Jan 3, 2020, 11:11 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : নতুন বছরে জয় উপহার দেওয়াই এখন পাখির চোখ ইস্টবেঙ্গলের ৷ আগামীকাল গোয়ার মাটিতে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেদের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স ৷ চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে এক নম্বরে ইস্টবেঙ্গল ৷ পরপর একাধিক কঠিন ম্যাচ রয়েছে ৷ গোয়ায় খেলার পর ইস্টবেঙ্গলকে ঘরের মাঠে খেলতে হবে গোকুলাম FC-র বিরুদ্ধে ৷ তারপরই আবার ডার্বি ৷ ফলে দলকে ছন্দে ফেরানোর তাগিদ যেমন রয়েছে, তেমনই রয়েছে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা ৷ তাই চার্চিলের বিরুদ্ধে ম্যাচ থেকেই দলের হাল ফের শক্ত হাতে ধরতে চাইছেন লাল-হলুদের স্প্যানিশ হেড স্যার ৷

আজ কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে গোয়া যাওয়ার বিমান ধরেছে ইস্টবেঙ্গল ৷ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ক্লাব ৷ আলেয়ান্দ্রো জানান, দলের প্রস্তুতিতে খুশি তিনি ৷ সঙ্গে আশাবাদীও ৷ তিন পয়েন্ট তুলে আনাই এখন একমাত্র লক্ষ্য ৷

চার্চিলের বিরুদ্ধে নির্বাসন কাটিয়ে দলে ফিরছেন হাইমে স্যান্টোস কোলাডো ৷ ফলে জুয়ান মেরে গঞ্জালেস, মার্কাস এস্কুয়েদা ও কোলাডোর ত্রিমুখী বোঝাপড়া যে কোনও দলের চিন্তার কারণ হতে পারে ৷ চলতি আই লিগে প্রথমবার ছয় বিদেশি নিয়ে খেলতে নামছে ইস্টবেঙ্গল ৷ বোরহা ফার্নান্দেজ চোট সারিয়ে ফিরেছেন ৷ পুরোদমে চলছে অনুশীলন ৷ তবে, চার্চিলের বিরুদ্ধে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে এখনও সংশয় রয়েছে ৷ অসুস্থতার জন্য পিন্টু মাহাত গোয়ায় যেতে পারেননি ৷ তাঁর বদলে অভিজিৎ সরকারকে খেলাতে পারেন আলেয়ান্দ্রো ৷ চোটের জন্য নেই সামাদ আলি মল্লিকও ৷ তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন কমলপ্রীত সিং ৷ মেহতাব সিং বা আসিফ আখতার জুটি বাঁধবেন মার্তি ক্রিসপির সঙ্গে ৷ মাঝ মাঠে কাশিম আইদারার সঙ্গে লালরিনডিকা রালতে জুটি বাঁধতে পারেন ৷ লেফট উইংয়ে জুয়ান মেরে অটোমেটিক চয়েজ় ৷ আক্রমণে মার্কোস ও কোলাডো চার্চিল রক্ষণ ভাঙার চেষ্টা করবেন ৷

ইন্ডিয়ান আরোজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচে পরাজিত চার্চিল ৷ ফলে ঘরের মাঠে জয়ের রাস্তায় ফেরা তাদের কাছে একমাত্র লক্ষ্য ৷ অন্যদিকে, পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখতে মরীয়া ইস্টবেঙ্গলও ৷ তাই গোয়ায় উপভোগ্য লড়াইয়ের দিকে তাকিয়ে ভারতীয় ফুটবল ভক্তরা ৷

ABOUT THE AUTHOR

...view details