পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Marcus Rashford : এক টুইটেই ক্ষমা চেয়ে, সমর্থকদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য়ে ক্ষোভ প্রকাশ রাশফোর্ডের - ইউরো 2020

ইংল্যান্ডের হয়ে পেনাল্টি মিস করেন, মার্কাস রাশফোর্ড, জর্ডন স্যাঞ্চো ও বুকাও সাকা ৷ তার মধ্যে মার্কাস রাশফোর্ডের শট গোল পোস্টে লেগে বাইরে বেরিয়ে যায় । সাকা ও স্যাঞ্চোর শট আটকে দেন ইতালি গোলরক্ষক ডেন্নারুমা ৷ তারপরই ক্ষোভে ফেটে পড়েন ইংলিশ সমর্থকরা ৷ এই তিন কৃষ্ণাঙ্গ ফুটবলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন ইংলিশ সমর্থকরা ৷

মার্কাস রাশফোর্ড
মার্কাস রাশফোর্ড

By

Published : Jul 13, 2021, 7:10 PM IST

Updated : Jul 14, 2021, 9:14 AM IST

লন্ডন, 13 জুলাই : 55 বছর পর কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড ৷ রবিবাসরীয় সকালে 28 বছরের খরা কাটিয়েছিল আর্জেন্টিনা ৷ ইংল্যান্ড সমর্থকরা ভেবেছিলেন এবার তাঁদের পালা ৷ 1966-র পর ফের কোনও খেতাব আসতে চলেছে ইংল্যান্ডে ৷ কিন্তু ফাইনালে পেনাল্টি শুট আউটে কয়েকটা ভুল, খেসারত দিতে হল ইংল্যান্ডকে ৷ থ্রি লায়নসদের হারিয়ে খেতাব ঘরে তোলে ইতালি ৷

ইংল্যান্ডের হয়ে পেনাল্টি মিস করেন, মার্কাস রাশফোর্ড, জর্ডন স্যাঞ্চো ও বুকাও সাকা ৷ তার মধ্যে মার্কাস রাশফোর্ড গোল পোস্টের উপর দিয়ে শট মারেন ৷ সাকা ও স্যাঞ্চোর শট আটকে দেন ইতালি গোলরক্ষক ডেন্নারুমা ৷ তারপরই ক্ষোভে ফেটে পড়েন ইংলিশ সমর্থকরা ৷ এই তিন কৃষ্ণাঙ্গ ফুটবলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন ইংলিশ সমর্থকরা ৷

পেনাল্টি মিস করার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চান রাশফোর্ড ৷ টুইটারে লেখেন, ‘‘ আমার পেনাল্টিটি ভাল ছিল না ৷ এটা গোলে রাখা উচিত ছিল ৷’’ তবে একই সঙ্গে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য নিয়েও সমালোচকদের একহাতে নেন রাশফোর্ড ৷ লেখেন, ‘‘ আমি কে, কোথা থেকে এসেছি, তার জন্য কখনও ক্ষমা চাইব না ৷ থ্রি লায়নসদের জার্সি পরে খেলা ও আমার পরিবারকে 10 হাজার দর্শকের মধ্যে দেখা আমার কাছে গর্বের ৷ এমন গর্ব আমি আগে কখনও অনুভব করিনি ৷’’

আরও পড়ুন : Yashpal Sharma : পাঁচদিনের ব্যবধানে মৃত্যু, ভারতীয় দলে যশপালের নাম প্রস্তাব করেছিলেন দিলীপ কুমার

তিনি আরও লেখেন, ‘‘ আমি জানি না কোথা থেকে শুরু করব ৷ আমি এটাও জানি না আমার সেই সময়ে আমার অনুভূতিটা কীভাবে ভাষায় বর্ণনা করব ৷ ওই ম্যাচে শুধু মাত্র পেনাল্টি শুট আউটটাই ছিল একমাত্র জায়গা, যেখানে দলের জেতার উপর আমি কিছুটা অবদান রাখতে পারতাম ৷ আমি ঘুমের মধ্যেও পেনাল্টি থেকে গোল করতে পারি ৷ কিন্তু এটা কেন পারলাম না জানি না ৷ আমি বলটি বাইরে মারি ৷ এবং এটা বর্ণনা করার মতো আমার কোনও ভাষা নেই ৷’’

Last Updated : Jul 14, 2021, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details