পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Maradona's Stolen Watch : মারাদোনার ঘড়ি উদ্ধারে নেমে বিতর্কে অসম পুলিশ - প্রয়াত ফুটবল তারকা দিয়েগো মারাদোনার ঘড়িটি ওয়াজিদ হুসেন নামে একজন চুরি করেছিল বলে অভিযোগ

প্রয়াত ফুটবল তারকা দিয়েগো মারাদোনার ঘড়িটি ওয়াজিদ হুসেন নামে একজন চুরি করেছেন বলে অভিযোগ ৷ 11 ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ ৷ তারপর থেকেই ক্রমশ বিতর্কে জড়াচ্ছেন তদন্তকারীরা ৷

Stolen Watch
বিতর্কে অসম পুলিশ

By

Published : Dec 16, 2021, 9:57 PM IST

গুয়াহাটি, 16 ডিসেম্বর :দুবাই থেকে চুরি গিয়েছিল দিয়েগো মারাদোনার ঘড়ি ৷ চলতি মাসের 11 তারিখ সেই ঘড়ি উদ্ধার হয়েছে অসমের শিবসাগর জেলায় (stolen watch of maradona recovered) ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওয়াজিদ হুসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ৷ সেই ঘটনাতেই বিতর্কে জড়িয়েছে অসম পুলিশ ৷ ছ'দিন পেরোলেও এখনও বাকি তদন্তে কোনও অগ্রগতিই করতে পারেননি তদন্তকারীরা ৷

এমনকী ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার যে হুবলট ঘড়ি চুরি করার অভিযোগে ওয়াজিদকে গ্রেফতার করা হয়েছিল, সেই ঘড়িটি আদৌ চুরি হয়েছিল কি না তাও এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ । পুলিশের দেওয়া একমাত্র তথ্য, অভিযুক্ত যেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেখানেই রাখা ছিল আর্জেন্টিনার ওই প্রয়াত তারকা ফুটবলারের ব্যবহৃত সামগ্রী ৷

ওয়াজিদ 2016 সাল থেকে দুবাইতে একটি বেসরকারী নিরাপত্তা সংস্থার অধীনে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করছিলেন । পারিবারিক কিছু সমস্যায় চলতি বছরের 14 আগস্ট দেশে ফিরে আসেন তিনি ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া কালো রঙের ঘড়িটির ডায়ালে মারাদোনার জার্সি নম্বর '10' খোদাই করা এবং ঘড়িটির পিছনে মারাদোনার একটি নীল সিলাউট স্কেচ খোদাই করা ছিল । যদিও ঘড়িটি যে মারাদোনার চুরি হওয়া ঘড়িই, তার কোনও প্রমাণ এখনও দিতে পারেনি অসম পুলিশ ৷

আরও পড়ুন : অসমে উদ্ধার মারাদোনার চুরি যাওয়া ঘড়ি, গ্রেফতার যুবক

অভিযুক্তকে গ্রেফতারির পর পুলিশ জানিয়েছিল, তারা দুবাই পুলিশের কাছ থেকে একটি টিপ অফ পেয়েছে । অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সঙ্গে সঙ্গে 'দুবাই পুলিশকে আন্তর্জাতিক সহযোগিতা'র কৃতিত্ব অর্জন করতে অসম পুলিশকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন (Interantional cooperation with Dubai police) । যদিও গ্রেফতারির পর তদন্তের বিশেষ অগ্রগতি না হওয়ায় ক্রমশ জটিলতা বাড়ছে ৷ ওয়াজিদের আইনজীবী রমজান আলি বলেন, ‘‘আমার মক্কেলকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে । ওয়াজিদ ঘড়িটি চুরি করেছেন এমন কোনও প্রমাণ নেই । এছাড়া অসম পুলিশ শুরু থেকেই মামলায় যথাযথ পদ্ধতি অনুসরণ করছে না । যেহেতু ঘটনার স্থানটি দুবাই হিসাবে উল্লেখ করা হয়েছে, সেখানে দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে অসম পুলিশকে একটি চিঠি দেওয়া উচিত । এটি একটি মিথ্যা মামলা । ঘড়িটি মারাদোনার নয় । যদি এটি মারাদোনার হয় তবে অবশ্যই ঘড়িটি চুরি হওয়ার বিষয়ে কিছু রেকর্ড থাকবে । মারাদোনাও কখনও বলেননি তাঁর ঘড়ি চুরি হয়েছে । এই বিষয়ে কোথাও কোনও তথ্য নেই ৷’’

ABOUT THE AUTHOR

...view details