পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নেরোকা, ট্রাও এফসিকে আর্থিক সাহায্য মণিপুর সরকারের - আই লিগ

নেরোকা FC এবং ট্রাও FC মণিপুরের এই দুটো ক্লাব আই লিগে প্রতিনিধিত্ব করে । নতুন মরশুমে এই দুই ক্লাব যাতে দল চালাতে সমস্যায় না পড়ে তার জন্য সরকারের তরফে পঞ্চাশ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ।

নেরোকা ও ট্রাও FC
নেরোকা ও ট্রাও কে আর্থিক সাহায্য

By

Published : Aug 6, 2020, 7:53 PM IST

কলকাতা, 6 অগাস্ট : কোরোনা ভাইরাস প্যানডেমিকে চারিদিকে বেহাল অবস্থা । এই সময় ক্রীড়া দুনিয়ায় পৃষ্ঠপোষকদের অবস্থা অনেকটাই ব্যাকফুটে । পরিস্থিতি কঠিন মানছেন ক্লাব কর্তারা । তাঁদের পক্ষেও এই আর্থিক সঙ্কটে ভালো ও শক্তিশালী দল গড়া কঠিন । চারিদিকে ছবিটা যখন হতাশার তখন আশার আলো উত্তর পূর্ব ভারতের একটি রাজ্যে । আই লিগ খেলা দুই ক্লাবকে আর্থিক সাহায্য নিয়ে হাত বাড়াল মণিপুর সরকার ৷

আই লিগে অংশগ্রহণকারী ক্লাব, আর্থিকভাবে যাতে কোনও অসুবিধায় না পড়ে তারজন্য বিশেষ উদ্যোগ মণিপুর সরকারের । নেরোকা FC এবং ট্রাও FC মণিপুরের এই দুটো ক্লাব আই লিগে প্রতিনিধিত্ব করে । নতুন মরশুমে এই দুই ক্লাব যাতে দল চালাতে সমস্যায় না পড়ে তার জন্য সরকারের তরফে পঞ্চাশ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ।

নেরোকা FC-র সচিব মানিমোহন মোরা‌ন্থেম বলেছেন, ‘‘আমাদের পঞ্চাশ লাখ টাকা করে দেওয়ার কথা সরকারের তরফে বলা হয়েছে । দ্রুত সেই টাকা পেয়ে যাব ।’’ ইতিমধ্যে নতুন মরশুমের দল গড়া নিয়ে পরিকল্পনা শুরু করেছে নেরোকা FC । মণিপুর ফুটবল অ্যাসোসিয়েশন ক্লাবগুলোকে জানিয়েছে আই লিগে যে দল খেলবে সেই দল স্থানীয় লিগে খেলতে পারবে না । সেই কথা মাথায় রেখে দল গড়া হচ্ছে ।

আরও পড়ুন : জাতীয় শিবিরে যোগ দিতে নির্দেশিকায় সই করতে হচ্ছে সুনীলদের

নেরোকা FC দুটো আলাদা দল গড়ার পরিকল্পনা করেছে । যাতে দুটো আলাদা টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব হয় । দলের সিনিয়র ফুটবলাররা আই লিগে অংশ নেবেন এবং অ্যাকাডেমির ফুটবলারদের নিয়ে গঠিত দল রাজ্য লিগে অংশ নেবে । লাইবেরিয়ান ডিফেন্ডার ভারনে কালোন এবং ঘানার স্ট্রাইকার ফিলিপ আরজা এ বছরও দলে থাকবেন । একজন ভারতে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে কথা চলছে । গত বছরের দলের বাকি বিদেশিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । এ বছরও কোচের দায়িত্বে থাকবেন গিফট রাই খান । তারই পরামর্শে দল গড়ছে নেরোকা FC ।

ABOUT THE AUTHOR

...view details