ম্য়াঞ্চেস্টার, 21 নভেম্বর : শনিবার লিগ টেবিলে শেষের দিকে থাকা ওয়াটফোর্ডের কাছে হারের পর আর সময় নষ্ট করল না ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ ৷ প্রত্য়াশামতই ওলে গানার সোল্কজারকে কোচের পদ থেকে ছেঁটে ফেলল লাল ম্য়াঞ্চেস্টার ৷ প্রিমিয়র লিগে শেষ সাত ম্য়াচের মধ্য়ে হার পাঁচটিতে ৷ সাড়া জাগিয়ে শুরু করেও শনিবার হারের পর লিগ টেবিলে নামতে নামতে সপ্তমস্থানে এসে দাঁড়িয়েছে ম্য়ান ইউ ৷ লিভারপুলের কাছে 5 গোলে হারের পর থেকেই দাবিটা জোরালো হচ্ছিল ৷ তবে এদিন লিগ টেবিলে 17 নম্বর দলের কাছে লজ্জার হারের পর নরওয়ের কোচকে আর সুযোগ দিতে রাজি ছিল না ক্লাব ৷ তাই রবিবার সকালেই ওলেকে এক্সিট ডোর দেখিয়ে দিল ম্য়ানেজমেন্ট ৷
রবিবার দুপুরে ক্লাবের প্রাক্তনীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি ওলেকে ধন্য়বাদও জানিয়েছে লাল ম্য়াঞ্চেস্টার ৷ ব্রিটিশ সংবাদমাধ্য়মগুলোর রিপোর্ট অনুযায়ী শনিবার ওয়াটফোর্ডের কাছে 1-4 গোলে হারের পর একটি জরুরি সভা হয় ম্য়ান ইউ ক্লাব কর্তাদের ৷ সেখানেই ওলেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় ৷
লিভারপুলের কাছে 5 গোলে হারের পর সমর্থকদের জোরালো দাবি সত্ত্বেও গ্লেজার পরিবারের সমর্থন পেয়েছিলেন ক্লাবের প্রাক্তনী ৷ মনে করা হয়েছিল আন্তর্জাতিক বিরতির পর সবকিছু স্বাভাবিক হবে ৷ কিন্তু বদলালো না চিত্রটা ৷ ওল্ড ট্র্য়াফোর্ডে কোচ হিসেবে তিন বছরের অধ্য়ায় শেষ হল ওলের ৷