কোলোন, 11 আগাস্ট : 13টা সেভ করে ইয়োহান জনসন একাই FC কোপেনহেগেনের ইউরোপা লিগের শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখছিলেন । কিন্তু আন্দ্রেয়া বিয়েলান্ডের এক ভুলেই সব পরিশ্রম মাটি হয়ে গেল । শেয আটের ম্যাচে তাঁদের 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ।
90 মিনিট ধরে একা হাতে কোপেনহেগেনের গোল সামলে রেখেছিলেন গোলরক্ষক কার্ল ইয়োহান জনসন । ফলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে । সেই সময়ই ঘটে বিপত্তি । 95 মিনিটে নিজেদের ডি-বক্সের মধ্যে ইউনাইটেডের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শালকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন সেন্টারব্যাক আন্দ্রেয়া বিয়েলান্ড। পেনাল্টি থেকে গোল করতে সমস্যা হয়নি দলের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেসের ।