নয়া দিল্লি, 12 মে : তিন ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ৷ মঙ্গলবার দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লেস্টার সিটির কাছে 2-1 গোলে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিরোপা উঠে যায় পেপ গুয়ার্দিওলার দলের কাছে ৷
তবে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুযোগ ছিল দা স্কাই ব্লুজদের কাছে ৷ শনিবার চেলসির বিরুদ্ধে জিতলেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত তাঁরা ৷ কিন্তু চেলসির কাছে 2-1 গোলে হেরে যায় তাঁরা ৷ যদিও তাতে গুয়ার্দিওলার দলের কাছে চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি ৷ বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে 10 পয়েন্টে এগিয়ে ম্যান সিটি ৷