পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাঁচ বছরের জন্য ফেরান তোরেসকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি

2019 সালে ভ্যালেন্সিয়ার হয়ে কোপা ডেল রে জেতেন ফেরান তোরেস । সেই মরশুমে ভ্যালেন্সিয়ার হয়ে কোপা ডেল রের 6 ম্যাচ খেলেছিলেন তোরেস । সব মিলিয়ে ভ্যালেন্সিয়ার হয়ে 97 ম্যাচ খেলেছেন ফেরান তোরেস । গোল করেছেন 9 টি । করিয়েছেন 12টি গোল ।

torres
torres

By

Published : Aug 5, 2020, 9:48 PM IST

ম্যাঞ্চেস্টার , 5 অগাস্ট : ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার ফেরান তোরেস-কে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি । 20 বছর বয়সি তরুণ ফুটবলার ম্যান সিটির সঙ্গে 2024-25 মরশুম পর্যন্ত পাঁচ বছরের চুক্তি করেছেন । 2019-20 মরসুমে উইঙ্গার হিসেবে ভ্যালেন্সিয়ার হয়ে 44 ম্যাচ খেলেছেন তোরেস । করেছেন 6 গোল ।

তিনি বলেন, "সিটিতে যোগ দিয়ে আমি খুব আনন্দিত । সব ফুটবলারেরই স্বপ্ন থাকে অ্যাটাকিং টিমের হয়ে মাঠে নামার । আমি মনে করি বর্তমানে ম্যাঞ্চেস্টার সিটি বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক দল । পেপ সত্যিই ওপেন ফুটবল পছন্দ করে এবং আক্রমণাত্মক খেলতে উৎসাহিত করে । আমিও আক্রমণাত্মক খেলতে ভালোবাসি । পেপ এমন এক জন ম্যানেজার যার অধীনে খেলোয়াড়দের উন্নতি হয় । ওনার অধীনে খেলা আমার স্বপ্ন ছিল । "

2017 সালের নভেম্বরে ভ্যালেন্সিয়ার হয়ে অভিষেক হয় তোরেসের। কোপা ডেল-রের ম্যাচে রিয়াল জ়ারাগোজ়ার বিরুদ্ধে পরিবর্ত প্লেয়ার হিসেবে মাঠে নামেন তোরেস । ওই ম্যাচে ভ্যালেন্সিয়া 4-1 গোলে জিতেছিল । 2019 সালের 23 নভেম্বর রিয়াল বেতিসের বিরুদ্ধে তোরেস সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে লা লিগায় 50 ম্যাচ খেলার রেকর্ড গড়েন । ভ্যালেন্সিয়ার 2-1 গোলে জেতা এই ম্যাচে নামার সময় তোরেসের বয়স ছিল 19 বছর 324 দিন । এই রেকর্ড 40 বছর ধরে মিগুয়েল তেন্ডিলোর দখলে ছিল ।

2019 সালে ভ্যালেন্সিয়ার হয়ে কোপা ডেল রে জেতেন ফেরান তোরেস । সেই মরশুমে ভ্যালেন্সিয়ার হয়ে কোপা ডেল রের 6টি ম্যাচ খেলেছিলেন তোরেস । সব মিলিয়ে ভ্যালেন্সিয়ার হয়ে 97টি ম্যাচ খেলেছেন ফেরান তোরেস । গোল করেছেন 9টি । করিয়েছেন 12টি গোল।

স্পেনের অনুর্ধ্ব 17, 19 এবং 21 দলের হয়েও সাফল্য রয়েছে তোরেসের । 2017 সালে অনূর্ধ্ব 17 ইউরোপিয় চ্যাম্পিয়নশিপ , 2019 সালে অনূর্ধ্ব 19 ইউরোপিয় চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন দলের সদস্য ছিলেন তোরেস । 2019 সালে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে 2-0 গোলে জেতে স্পেন । সেই ম্যাচে এরিক গার্সিয়ার পাশাপাশি গোল করেছিলেন ফেরান তোরেস । শুধু তাই নয় হয়েছিলেন টুর্নামেন্টের সেরাও ।

ABOUT THE AUTHOR

...view details