পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দু’বছর নির্বাসিত ম্যাঞ্চেস্টার সিটি - ম্যাঞ্চেস্টার সিটি

UEFA-র আর্থিক বিধি লঙ্ঘন ৷ ইউরোপের প্রতিযোগীতা থেকে দুই বছরের জন্য নির্বাসিত ম্যাঞ্চেস্টার সিটি ৷ খেলতে পারবে না চ্যাম্পিয়ন লিগ ও ইউরোপা লিগও ৷

image
ম্যাঞ্চেস্টার সিটি

By

Published : Feb 15, 2020, 8:39 AM IST

ম্যাঞ্চেস্টার, 15 ফ্রেব্রুয়ারি : চ্যাম্পিয়ন লিগ থেকে দু’বছরের জন্য নির্বাসিত ম্যাঞ্চেস্টার সিটি ৷ তাদের বিরুদ্ধে আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমানিত হওয়ায় UEFA এই সিদ্ধান্ত নিয়েছে ৷ একই সঙ্গে 30 মিলিয়ন ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে দা স্কাই ব্লুজদের ৷

তবে শুধু মাত্র চ্যাম্পিয়ন লিগ না, ইউরোপের কোনও প্রতিযোগীতায় অংশ নিতে পারবে না ম্যাঞ্চেস্টার সিটি ৷ 2022-23 পর্যন্ত ইউরোপা লিগও খেলতে পারবে না তারা ৷

UEFA -র তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত তথ্য প্রমান বিবেচনা করে দেখা গেছে ম্যাঞ্চেস্টার আর্থিক তছরুপে দোষী ৷ 2012 ও 2016 সালে UEFA ক্লাব লাইসেন্সিং ও ফেয়ার প্লে সম্পর্কিত আর্থিক বিধি লঙ্ঘন করে ম্যাঞ্চেস্টার ৷ বিজ্ঞাপনের উপার্জন অর্থও অ্যাকাউন্টে বেশি করে দেখানো হয়েছিল এবং UEFA -কে যে তথ্য দেওয়া হয়েছিল তাতেও গলদ ছিল বলে অভিযোগ ৷

যদিও ম্যাঞ্চেস্টার সিটির তরফ থেকে জানানো হয়েছে এই শাস্তির বিপক্ষে ক্লাবের তরফ থেকে আবেদন করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details