পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Man Utd vs Tottenham : টটেনহ্যামকে হারিয়ে সোল্কজায়েরের চাকরি বাঁচালেন রোনাল্ডোরা

প্রথম একাদশে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে কাভানিকে জুড়ে দিয়ে আক্রমণে বৈচিত্র্য এনেছিলেন কোচ ওলে ৷ তবে বল দখলে রেখে শুরু থেকে আক্রমণে বেশি ঝাঁঝ ছিল টটেনহ্যামের ৷ সন হিউং মিনের ক্লোজ-রেঞ্জ শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ৷ পাল্টা সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন কাভানি ৷

Man Utd vs Tottenham
টটেনহ্য়ামকে হারিয়ে সোল্কজায়েরের চাকরি বাঁচালেন রোনাল্ডোরা

By

Published : Oct 31, 2021, 9:38 AM IST

লন্ডন, 31 অক্টোবর : টানা দু'ম্যাচে হার, তার মধ্যে আবার গত ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের কাছে পাঁচ গোল হজম ৷ ক্রমেই সমর্থকদের চক্ষুশূল হয়ে উঠছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোল্কজায়ের ৷ অবস্থা এমন যে শনিবার টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালে ওল্ড ট্র্যাফোর্ডে কার্যত বিদায়ঘণ্টা বেজে যেত নরওয়েন কোচের ৷ এমন অবস্থায় খাদের কিনারা থেকে ওলেকে টেনে তুললেন তাঁর ছাত্ররাই ৷ টটেনহ্য়ামকে এদিন তাদের ঘরের মাঠে 3-0 হারাল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ৷

কোচকে এত সহজে যেতে দেওয়ার পাত্র ছিলেন না রোনাল্ডো-ব্রুনোরা ৷ তাই পাঁচ গোলের ধাক্কা সামলে প্রিমিয়র লিগে দারুণভাবে ঘুরে দাঁড়াল লাল ম্যাঞ্চেস্টার ৷ একইসঙ্গে ওলে তাঁর চাকরির মেয়াদ যে খানিক বাড়িয়ে নিলেন, তা বলাই যায় ৷ গোলে ফিরলেন সিআর সেভেন ৷ এছাড়াও স্কোরশিটে নাম তুললেন এডিনসন কাভানি এবং মার্কাস রাশফোর্ড ৷

প্রথম একাদশে পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে কাভানিকে জুড়ে দিয়ে আক্রমণে বৈচিত্র্য এনেছিলেন ওলে ৷ তবে বল দখলে রেখে শুরু থেকে আক্রমণে বেশি ঝাঁঝ ছিল হোম টিমের ৷ সন হিউং মিনের ক্লোজ-রেঞ্জ শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ৷ পাল্টা সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন কাভানি ৷ 28 মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো ম্য়ান ইউয়ের জালে বল পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয় ৷ 33 মিনিটে ফ্রেডের শট দুরন্ত ক্ষিপ্রতায় রক্ষা করেন লরিস ৷

আরও পড়ুন : সন্তানসম্ভবা জর্জিনা, যমজ সন্তানের প্রতীক্ষায় ক্রিশ্চিয়ানো

কিন্তু 6 মিনিট বাদে শ'র ক্রস থেকে রোনাল্ডোর দুরন্ত ভলির কোনও উত্তর ছিল না স্পারসের ফরাসি গোলরক্ষকের কাছে ৷ দ্বিতীয়ার্ধে আগুয়ান ম্যান ইউয়ের হয়ে ব্য়বধান দ্বিগুন করেন কাভানি এবং পরিবর্ত রাশফোর্ড ৷ 64 মিনিটে ঊরুগুয়ে স্ট্রাইকারের গোলের অ্যাসিস্ট রোনাল্ডোর ৷ আর 71 মিনিটে রোনাল্ডোর পরিবর্ত নেমে নুনো গোমস প্রশিক্ষণাধীন দলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইংরেজ স্ট্রাইকার ৷ জিতে 10 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল লাল ম্যাঞ্চেস্টার ৷

ABOUT THE AUTHOR

...view details