কলকাতা, 11 জুন : রূপকথা বললেও কম বলা হবে ৷ যে দলের সঙ্গে জড়িয়ে রয়েছে অলিভার কান, ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার, রবার্ট লেওয়ানডস্কির নাম সেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে পা রাখতে চলেছেন হাওড়ার ছেলে শুভ পাল ৷ বায়ার্নের বিশ্ব যুব দলে সুযোগ পেয়েছেন 17 বছরের শুভ ৷ তারপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন ৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাও পেলেন শুভ ৷ টুইটারে হাওড়ার এই ফুটবলারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷
আই লিগে মাত্র 16 বছর বয়সে সুদেভা এফসিকে প্রতিনিধিত্ব করেছেন শুভ পাল ৷ কিন্তু এবার তাঁর যাত্রাটা দেশ ছাড়িয়ে বিদেশের ক্লাবে ৷ গোটা বিশ্বজুড়ে তরুণ ফুটবলারদের খোঁজে স্কাউটিং শুরু করেছিল এফসি বায়ার্ন মিউনিখ ৷ 64টি দেশ থেকে 654 জন ফুটবলারের ট্রায়াল নেয় জার্মানির ক্লাবটি । প্রচুর ভিডিয়ো জমা পড়ে । সেগুলি থেকে 15 জনকে বেছে নেওয়া হয় । সেই তালিকায় রয়েছেন হাওড়ার সালকিয়ার শুভ পাল । খুব তাড়াতাড়ি বায়ার্নের আবাসিক শিবিরে যোগ দেবেন তিনি ৷