কলকাতা, 1 অগাস্ট : ইস্টবেঙ্গলের শতবর্ষ ৷ সকাল থেকেই সদস্য সমর্থকদের উন্মাদনা তুঙ্গে ৷ কোরোনা ভাইরাসের কারণে সেভাবে কোনও অনুষ্ঠান করা যায়নি ৷ কিন্তু ক্লাব তাঁবুতে ছোট অনুষ্ঠান করে শতবর্ষ পালন করা হল ৷ ক্লাব কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ সশরীরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকতে পারলেও টুইট করে শুভেচ্ছা জানালেন ৷
‘‘ 100 বছর ধরে, মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল ৷’’ এই ভাবেই ছন্দ মিলিয়ে শুভেচ্ছা জানালেন তিনি ৷ বাংলার ফুটবলে তিন প্রধান হিসেবে ধরা হয় মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানকে ৷ কিন্তু আগের গরিমা কিছুটা হারিয়েছে মহমেডান ৷ অন্যদিকে যুযুধান দুই ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল শেষ একদশক বাংলার ফুটবলে রাজত্ব করছে ৷ আগেই শতবর্ষ পার করেছে মোহনবাগান ৷ এবার ইস্টবেঙ্গলও সেই তালিকায় নাম তুলে নিল ৷