পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লাল-হলুদ ঝড়ের নাম ইস্টবেঙ্গল, শতবর্ষে টুইটে শুভেচ্ছা মমতার - ইস্টবেঙ্গলের শতবর্ষ

আজ টুইট করে মমতা লেখেন, ‘‘আজ 100 বছর সম্পূর্ণ করায় ইস্টবেঙ্গল ক্লাব ও সমর্থকদের অভিনন্দন ৷ এর গৌরবময় অতীত বিশ্বের বহু ক্লাবকে অনুপ্রাণিত করে ৷’’

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 1, 2020, 8:06 PM IST

কলকাতা, 1 অগাস্ট : ইস্টবেঙ্গলের শতবর্ষ ৷ সকাল থেকেই সদস্য সমর্থকদের উন্মাদনা তুঙ্গে ৷ কোরোনা ভাইরাসের কারণে সেভাবে কোনও অনুষ্ঠান করা যায়নি ৷ কিন্তু ক্লাব তাঁবুতে ছোট অনুষ্ঠান করে শতবর্ষ পালন করা হল ৷ ক্লাব কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ সশরীরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকতে পারলেও টুইট করে শুভেচ্ছা জানালেন ৷

‘‘ 100 বছর ধরে, মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল ৷’’ এই ভাবেই ছন্দ মিলিয়ে শুভেচ্ছা জানালেন তিনি ৷ বাংলার ফুটবলে তিন প্রধান হিসেবে ধরা হয় মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানকে ৷ কিন্তু আগের গরিমা কিছুটা হারিয়েছে মহমেডান ৷ অন্যদিকে যুযুধান দুই ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল শেষ একদশক বাংলার ফুটবলে রাজত্ব করছে ৷ আগেই শতবর্ষ পার করেছে মোহনবাগান ৷ এবার ইস্টবেঙ্গলও সেই তালিকায় নাম তুলে নিল ৷

আরও পড়ুন :- অসম ও বিহারের বন্যা কবলিতদের পাশে বিরাট-ঋদ্ধিরা, নিলামে তুলবেন ক্রিকেট সরঞ্জাম

আজ টুইট করে মমতা লেখেন, ‘‘আজ 100 বছর সম্পূর্ণ করায় ইস্টবেঙ্গল ক্লাব ও সমর্থকদের অভিনন্দন ৷ এর গৌরবময় অতীত বিশ্বের বহু ক্লাবকে অনুপ্রাণিত করে ৷’’ আগেই ক্লাবের অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ এবার মুখ্যমন্ত্রীর টুইট বার্তা, ইস্টবেঙ্গলের শতবর্ষে নতুন মাত্রা পেল ৷

শতবর্ষের পদার্পণে রাজ্যের নানা প্রান্তে সকাল থেকেই নানা অনুষ্ঠান চলছে ৷ আসানসোলে মাস্ক বিতরণ করেছেন সমর্থকরা ৷ শিলিগুড়িতেও ধরা পড়েছে একই ছবি ৷ সকাল থেকেই ক্লাব তাঁবুতে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা ৷ কেক কেটে ও ক্লাবের পতাকা উত্তোলন করে পালন করা হয় ইস্টবেঙ্গলের জন্মদিন ৷

ABOUT THE AUTHOR

...view details