কলকাতা, 11 অগাস্ট : বাদশার প্রত্যাবর্তন । আজ ভোর রাতে দমদম বিমানবন্দরে লাল হলুদ জনতার গগনভেদী চিৎকার দেখে মনে হচ্ছিল শহরের রং লাল হলুদ । যা গায়ে মেখে ফের কলকাতায় পা রাখছেন মজিদ বিসকার । তিন দশকের বেশি আগে শহরে ফুটবল খেলতে এসেছিলেন । আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের পায়ের জাদুতে কলকাতার ফুটবল পাগল জনতা পেয়েছিল তাদের মনের মানুষকে । ভালো স্বাদের যেমন ভাগ হয় না, তেমনই সুখের সময়ও দীর্ঘায়িত হয় না । তিলোত্তমার ফুটবল পাগল জনতার কাছে আজও প্রহেলিকার নাম মজিদ বিসকার।
তেহেরান কথাটির আক্ষরিক অর্থ সুন্দর ইরান । সেখান থেকে বাদশা মজিদের একদা প্রাসাদ নগরী কলকাতায় প্রত্যাবর্তন । উদ্দেশ্য 13 অগাস্ট ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে-র অনুষ্ঠানে যোগদান । এবারের স্পোর্টস ডে ক্লাবের শতবর্ষ পালনের বর্ধিত অংশ মাত্র । 13 অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে চলা অনেক লাল হলুদ হীরের মাঝে কোহিনুর অবশ্যই মজিদ ।
আজ ভোরে কলকাতা বিমানবন্দরের বাইরে যখন মধ্য ষাটের মানুষটি পা রাখলেন তখন সমর্থকদের চিৎকারে কানপাতা দায় । শুনলেন সারারাত লাল হলুদ সমর্থকরা তাঁর জন্যে অপেক্ষা করেছে বিমানবন্দরের সামনে । তবে যাঁরা এসেছিলেন তাঁদের একটা বড় অংশ তরুণ প্রজন্ম, যাঁরা ময়দানে মজিদের খেলা দেখেননি । তাঁদের জন্মের আগেই মজিদ শহর থেকে চলে গিয়েছিলেন । কিন্তু তাঁরা এসেছিলেন শুধুমাত্র মজিদ নামের মিথের টানে ।
মধ্য ষাটেও মজিদ স্বমেজাজে । প্রথমবার তাঁর ফোনটা অনেকক্ষণ বেজে থেমে গেল । দ্বিতীয়বার ফের ডায়াল করতেই ঘুম জড়ানো গলা । ফোনের ওধারে মজিদ স্বয়ং। "আমি বড় ক্লান্ত",বললেন তিনি । একই সঙ্গে যোগ করলেন, আগামীকাল কথা হবে । তবে এপারের আর্তিতে বোধহয় তাঁর অন্য কিছু মনে হয়েছিল । তাই বললেন, "ওনলি টু কোয়েশ্চেনস ।"
প্রশ্নঃ বিমানবন্দরে এত মানুষের ভিড় । কলকাতায় ফিরে অনুভূতি?
মজিদ: কলকাতার মানুষ আজও ভালোবাসে আমাকে । ওদের ভালোবাসাই আমাকে কলকাতায় টেনে নিয়ে নিয়ে এল ।
প্রশ্নঃ আপনার কোনও স্মৃতি মনে আছে?