তেহরান(ইরান), 2 অক্টোবর : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মজিদ বিসকার। তাঁকে ICU-তে রাখা হয়েছে । আশির দশকে লাল হলুদ জার্সিতে কলকাতা ময়দান মাতিয়ে দেওয়া ইরানের প্রাক্তন ফুটবলারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠা ফুটবল ভক্তদের মধ্যে।
হৃদরোগে আক্রান্ত মজিদ বিসকার, ভরতি হাসপাতালে
একবছর আগে ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল এককথায় অভূতপূর্ব । স্বাভাবিকভাবেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় সবাই ।
একবছর আগে ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল এককথায় অভূতপূর্ব । স্বাভাবিকভাবেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় সবাই । শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থার কিছুটা উন্নতি হয়েছে । আশির দশকে কলকাতা ময়দানে দাপুটে ফুটবল খেললেও তার রেশ বহন করতে ব্যর্থ হয়েছিলেন । বিদায় বেলা মোটেই গোলাপ বিছানো ছিল না । ইস্টবেঙ্গল ছাড়াও মহমেডানের হয়ে প্রচুর ট্রফি জয়ের নেপথ্য কারিগর ছিলেন ইরানের ফুটবলারটি ।
উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্রটি তার আগে ইরানের হয়ে বিশ্বকাপের প্রাথমিক দলের জায়গা করে নিয়েছিলেন। জামশিদ নাসিরের সঙ্গে তাঁর জুটি আজও ভারতীয় ফুটবলপ্রেমীর কাছে সুখস্মৃতি । ব্যর্থতার অন্ধকারে তলিয়ে গিয়ে নিশ্চুপে বছর পঁচিশ আগে কলকাতা ছেড়েছিলেন । গতবছর ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে এসে দেখেছিলেন তাঁকে নিয়ে মানুষের আগ্রহ । যা দেখে বলেছিলেন, কলকাতায় ফের আসতে চান । বর্তমানে একটি ব্যাঙ্কে কাজ করেন । এখন সবাই তাঁর শারীরিক অবস্থার উন্নতি নিয়ে চিন্তিত ৷