তেহরান(ইরান), 2 অক্টোবর : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মজিদ বিসকার। তাঁকে ICU-তে রাখা হয়েছে । আশির দশকে লাল হলুদ জার্সিতে কলকাতা ময়দান মাতিয়ে দেওয়া ইরানের প্রাক্তন ফুটবলারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠা ফুটবল ভক্তদের মধ্যে।
হৃদরোগে আক্রান্ত মজিদ বিসকার, ভরতি হাসপাতালে - ইরান
একবছর আগে ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল এককথায় অভূতপূর্ব । স্বাভাবিকভাবেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় সবাই ।
একবছর আগে ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল এককথায় অভূতপূর্ব । স্বাভাবিকভাবেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় সবাই । শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থার কিছুটা উন্নতি হয়েছে । আশির দশকে কলকাতা ময়দানে দাপুটে ফুটবল খেললেও তার রেশ বহন করতে ব্যর্থ হয়েছিলেন । বিদায় বেলা মোটেই গোলাপ বিছানো ছিল না । ইস্টবেঙ্গল ছাড়াও মহমেডানের হয়ে প্রচুর ট্রফি জয়ের নেপথ্য কারিগর ছিলেন ইরানের ফুটবলারটি ।
উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্রটি তার আগে ইরানের হয়ে বিশ্বকাপের প্রাথমিক দলের জায়গা করে নিয়েছিলেন। জামশিদ নাসিরের সঙ্গে তাঁর জুটি আজও ভারতীয় ফুটবলপ্রেমীর কাছে সুখস্মৃতি । ব্যর্থতার অন্ধকারে তলিয়ে গিয়ে নিশ্চুপে বছর পঁচিশ আগে কলকাতা ছেড়েছিলেন । গতবছর ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে এসে দেখেছিলেন তাঁকে নিয়ে মানুষের আগ্রহ । যা দেখে বলেছিলেন, কলকাতায় ফের আসতে চান । বর্তমানে একটি ব্যাঙ্কে কাজ করেন । এখন সবাই তাঁর শারীরিক অবস্থার উন্নতি নিয়ে চিন্তিত ৷