পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পা পড়ল লাল-হলুদ তাঁবুতে, মজিদের চোখে সেরা ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য - Mohun Bagan vs East Bengal

ইস্টবেঙ্গল পা তাঁবুতে পা পড়ল মজিদ বিশকারের ৷ ফিরে গেলেন সোনালি ইতিহাসে ৷

মজিদ

By

Published : Aug 12, 2019, 9:38 PM IST

কলকাতা, 12 অগাস্ট : 32 বছর পর পা পড়ল ইস্টবেঙ্গল তাঁবুতে ৷ তখন যেভাবে মজিদ বিশকারের জন্য উদ্বেলিত হত ফুটবলপ্রেমীরা, তিন দশক পরও একইভাবে তাঁকে উত্তেজিত হল শহর ৷ আর খোদ মজিদ ফিরে গেলেন পুরোনো দিনের স্মৃতিচারণায় ৷ আচ্ছন্ন হলেন প্রবল নস্টালজিয়ার জ্বরে ৷

রবিবার ভোররাতে শহরে পা দেওয়ার 36 ঘণ্টা পর লাল-হলুদ ডেরায় পা রাখলেন মজিদ । আটের দশকের গোড়ায় ভারতে পড়তে এসে কলকাতা ময়দানে কিছুটা হঠাৎ করে অভিষেক হয়েছিল । বাকিটা ইতিহাস । বাঙালি ফুটবল আবেগে প্রহেলিকার নাম মজিদ । তাঁর ফুটবল ঘিরে আজও ময়দানি রোমান্টিসিজ়ম অব্যাহত । যা এড়াতে পারে না নতুন প্রজন্ম । তাই মজিদ নামের নস্টালজিয়ার পিছনে গত দেড় দিনে পাগল দৌড় ফুটবলপ্রেমীদের ।

ভাসলেন আবেগের জোয়ারে

"বাদশা বুড্ডা হো গায়া ।" নিজের সম্বন্ধে মূল্যায়ন মজিদের । 32 বছর আগে যখন শহর ছেড়েছিলেন তখন ছিলেন কপর্দকশূন্য । শহরে ফিরলেন অগাধ ফুটবল আবেগকে পুঁজি করে । যা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ৷ বিমানে থাকার সময় মনে হয়েছিল, হয়তো কয়েক জন ইস্টবেঙ্গল কর্তা অপেক্ষা করবেন তাঁকে নিয়ে যেতে । কিন্তু, শহরে পা দেওয়ার পরে তাঁকে ঘিরে উন্মাদনার বহর দেখে বিস্মিত মজিদ ।

ফুটবল পায়ে দেখালেন নিজের জাদু

ইদের সকালে নমাজ় পড়ে তিন ক্লাব ঘুরে দেখেন । দশ বছর যেখানে মণিমুক্ত ছড়িয়েছেন সেই স্মৃতি কতটা তাজা তার আন্দাজ করতে চেয়েছিলেন বোধহয় । গঙ্গার সৌন্দর্য উপভোগ করার পরে বিকেলে পা দিলেন ইস্টবেঙ্গলে তাঁবুতে । চেনা লাল-হলুদ জার্সিতে । ইস্টবেঙ্গলে বছর দুয়েকে মণিমুক্ত ছড়ানো সোনাঝরা বিকেলের বাদশা মজিদ বিশকার । স্মৃতির সরণিতে সেরা ম্যাচের প্রসঙ্গ বলতে গিয়ে আজও উজ্বল দার্জিলিং গোল্ড কাপ ফাইনাল । যেখানে শেষ 12 মিনিটে তিন গোল করিয়ে 3-2 গোলে সবুজ-মেরুন স্বপ্নে জোরালো ধাক্কা দিয়েছিলেন । মনে আছে, রোভার্স কাপে মহামেডানের বিরুদ্ধে দুরন্ত ম্যাচের কথা । ভারতীয় ক্লাব ফুটবলে যে কজন ডিফেন্ডারকে টপকাতে বেগ পেতে হয়েছিল সেই তালিকার শীর্ষে রাখছেন সুব্রত ভট্টাচার্যকে । এখন ফুটবল থেকে বহু দূরে থাকা মানুষটি সময় পেলেই অবশ্য বল পায়ে নেমে পড়েন ৷ খেলেন কচিকাঁচাদের সঙ্গে । বর্তমান ফুটবলের খবর রাখার চেষ্টা করেন । সেই নিরিখে মজিদের চোখে বর্তমানের সেরা লিওনেল মেসি ।

পুরোনো সঙ্গীর সঙ্গে মজিদ

ফুটবল তাঁকে অনেক কিছু দিয়েছে । ফিরিয়ে নিয়েছে ততোধিক । ব্যক্তিগত দুঃখ নিয়ে কথা বলতে নারাজ । তবে ইডেনে 1980 সালের 16 অগাস্ট ডার্বি ম্যাচে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা ভুলতে পারেন না । 16 জন দর্শকের প্রাণ হারানোর খবরে দুঃখ পেয়েছিলেন । তবে খেলার সময় দুর্ঘটনা হয়েছে বুঝতে পারেননি । আগামীকাল স্পোর্টস ডে'তে ইস্টবেঙ্গলের 100 বছরের ইতিহাসে জীবিত অধিনায়কদের সম্মান জানানো হবে । সম্মানিত হবেন ফুটবলের বাইরের দুনিয়ার তিন ব্যক্তিত্ব সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চিত্র পরিচালক তরুণ মজুমদার ও নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত । তবে আকর্ষণ অবশ্যই দিগভ্রষ্ট ফুটবল বাদশা মজিদ বিসকার ।

ফিরে গেলেন পুরোনো দিনের স্মৃতিচারণায়

ABOUT THE AUTHOR

...view details