পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা জিইয়ে রাখল লিভারপুল - ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

এই ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা খায় গতবারের চ্যাম্পিয়নরা ৷ চোটের জন্য ওজান কাবাক, মিডফিল্ডার জেমস মিলনার ও নবি কাইতা এই ম্যাচে খেলতে পারেননি ৷ অন্যদিকে হ্যারি মাগুইরির চোট পেয়ে ম্যাঞ্চেস্টারের হয়ে নামতে পারেননি ৷ একইসঙ্গে অ্যান্থনি মার্শাল ও ফিল জোন্সও ম্যান ইউয়ের হয়ে নামতে পারেননি ৷

লিভারপুল
লিভারপুল

By

Published : May 14, 2021, 9:09 PM IST

লন্ডন, 14 মে :পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য আশা জিইয়ে রাখল লিভারপুল ৷ প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে ওর্ল্ড ট্রাফোর্ডে 4-2 গোলে হারাল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডকে ৷

এই ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা খায় গতবারের চ্যাম্পিয়নরা ৷ চোটের জন্য ওজান কাবাক, মিডফিল্ডার জেমস মিলনার ও নবি কাইতা এই ম্যাচে খেলতে পারেননি ৷ অন্যদিকে হ্যারি মাগুইরির চোট পেয়ে ম্যাঞ্চেস্টারের হয়ে নামতে পারেননি ৷ একইসঙ্গে অ্যান্থনি মার্শাল ও ফিল জোন্সও ম্যান ইউয়ের হয়ে নামতে পারেননি ৷

ম্যাচের 10 মিনিটেই ব্রুনো ফার্নানডেজ ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেন ৷ পল পোগবার তৈরি করা বলে মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে গোল করে যান ব্রুনো ৷ ম্যাচের 34 মিনিটে সমতায় ফেরে লিভারপুল ৷ মহম্মদ সাহার শট থেকে দুরন্ত প্লেস করে গোল করেন জোটা ৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রবার্তো ফিরমিনোর হেড লিভারপুলকে এগিয়ে দেয় ৷

আরও পড়ুন :ভারতীয় দলের সাইড-শো অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হারের কারণ : পেইন

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ম্যাজিক দেখান রবার্তো ফিরমিনো ৷ লিভারপুল এগিয়ে যায় 3-1 গোলে ৷ তবে ম্য়াচের 68 মিনিটে এডিনসন কাভানির পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টারের হয়ে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড ৷ এরপর 90 মিনিটে গোল করে ম্য়াঞ্চেস্টারের কফিনে শেষ পেরেক পোঁতেন মহম্মদ সালহা ৷ এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের আশা এখনও জিইয়ে রাখল লিভারপুল ৷

ABOUT THE AUTHOR

...view details