পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লিভারপুলকে গার্ড অফ অনার দেবে ম্যান সিটি - ম্যাঞ্চেস্টার সিটি

চেলসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে 1-2 গোলে হারে ম্যান সিটি ৷ তারপরই চ্যাম্পিয়ন হয় লিভারপুল ৷ দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির 7 ম্যাচ বাকি থাকলেও লিভারপুলকে ধরার কোনও উপায় ছিল না ৷

image
লিভারপুল

By

Published : Jun 28, 2020, 10:23 PM IST

ম্যাঞ্চেস্টার, 28 জুন : বৃহস্পতিবার লিভারপুলের বিরুদ্ধে ম্যাচে দা রেডসদের গার্ড অব অনার দেবে ম্যাঞ্চেস্টার সিটি ৷ 30 বছরের খরা কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ঘরে তুলেছে লিভারপুল ৷ তাই তাদের গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷ একথা নিশ্চিত করেন ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওয়ালা ৷

চেলসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে 1-2 গোলে হারে ম্যান সিটি ৷ তারপরই চ্যাম্পিয়ন হয় লিভারপুল ৷ দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির 7 ম্যাচ বাকি থাকলেও লিভারপুলকে ধরার কোনও উপায় ছিল না ৷

আরও পড়ুন :- মাত্র 1 টাকায় স্যানিটাইজ়ার প্যাক আনার পরিকল্পনা IFA-এর

গুয়ার্দিওয়ালা মনে করেন গার্ড অব অনার লিভারপুলের প্রাপ্য ৷ সাধারণত মরশুমের শেষ ম্যাচ বাকি থাকতেই যারা খেতাব জয় করে তাদের দেওয়া হয় এই গার্ড অফ অনার ৷ প্রতিপক্ষের ফুটবলাররা দুটি সারিতে দাঁড়িয়ে পড়ে এবং প্রতিপক্ষ মাঠে ঢোকার সময় তাদের সম্মানিত করা হয় ৷

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে পেপ গুয়ার্দিওয়ালা বলেন, ‘‘আমরা অবশ্যই গার্ড অফ অনার দেব ৷ আমরা লিভারপুলকে সংবর্ধনা দেব যখন ওরা আমাদের এখানে আসবে ৷ করণ এটা ওদের প্রাপ্য ৷ তারা এটা অর্জন করেছে ৷ ’’

আরও পড়ুন :- আবার নেগেটিভ হাফিজ় ! বিতর্কের মধ্যেই ইংল্যান্ড সফরে গেল পাক দল

এটাই লিভারপুলের 30 বছরে প্রথম মেজর খেতাব জয় ৷ এবং এটাই দা রেডসদের প্রথম প্রিমিয়ার লিগ খেতাব জয় ৷ ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর দলের ম্যানেজার যুগরেন ক্লপ তাঁর পূর্বসূরিদের সম্মান জানান ৷ 2012-13 মরশুমে ট্রফির খুব কাছে পৌঁছে গিয়েছিল লিভারপুল ৷ সেবার দলের অধিনায়ক ছিলেন স্টিফেন জেরার্ড ৷ তাঁকেও সম্মান জানান ক্লপ ৷ প্রিমিয়ার লিগের ওয়েব সাইটে ক্লপ বলেন,‘‘এটা অসাধারণ ৷ এটা আমার চিন্তাভাবনা থেকে অনেক বেশি ৷ এবং এই ট্রফিটা স্টিভ জেরার্ডের জন্য ৷ ও এই ট্রফির জন্য 30 বছর অপেক্ষা করেছে ৷ ’’

ইতিমধ্যে খেতাব জয় করা হয়ে গেলেও ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে দা রেডসরা ৷ এই ম্যাচেই বর্তমান খেতাবজয়ী লিভারপুলকে সংবর্ধনা দেওয়ার কথা শোনা গেল ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওয়ালা ৷

ABOUT THE AUTHOR

...view details