পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Man United vs Liverpool : সালাহর হ্যাটট্রিকে ঘরের মাঠে লজ্জার রাত রোনাল্ডোদের - ম্যান ইউ বনাম লিভারপুল

সালাহর দাপটেই ছন্নছা়ড়া ফুটবল খেলতে শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ গোটা ম্যাচে দাগ কাটতে ব্যর্থ রোনাল্ডা-ব়্যাশফোর্ডরা ৷

Football
সালাহর হ্যাটট্রিকে ঘরের মাঠে লজ্জার রাত রোনাল্ডোদের

By

Published : Oct 25, 2021, 7:27 AM IST

ম্যাঞ্চেস্টার, 25 অক্টোবর : প্রিমিয়ার লিগের সুপার সানডে-তে লজ্জার রাত কাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৷ ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের কাছে 5-0 গোলে পর্যদুস্ত হল রেড ডেভিলসরা ৷ মহম্মদ সালাহদের দুরন্ত ফুটবলের সামনে কার্যত দাঁড়াতে পারেননি লিন্ডেলফ, ম্যাগুয়েররা ৷

আরও পড়ুন : EL Classico : নু-ক্যাম্পে গিয়ে এল ক্লাসিকো জয় রিয়ালের

ম্যাচের 5 মিনিটের মাথাতেই ম্যাঞ্চেস্টারের জালে প্রথম বল জড়ান কেইটা ৷ 13 মিনিটে ব্য়বধান বাড়ান রোনাল্ডোরই জাতীয় দলের সতীর্থ দিয়েগো জটা ৷ এর পরেই শুরু হয় সালাহ-ঝড় ৷ তাঁর হ্যাটট্রিকেই সোল্কজায়ারের টিমকে পাঁচ গোলের মালা পরায় লিভারপুল ৷ 38, 45 এবং 50 মিনিটে গোল করেন সালাহ ৷ তাঁর দাপটেই ছন্নছা়ড়া ফুটবল খেলতে শুরু করে ম্যাঞ্চেস্টার ৷ গোটা ম্যাচে দাগ কাটতে ব্যর্থ রোনাল্ডা-ব়্যাশফোর্ডরা ৷ উল্টে রোনাল্ডো-সহ ছ'জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে হয় ৷ 60 মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় পল পোগবাকেও ৷

আরও পড়ুন :T20 World Cup : 'বিরাট শোকগাথা', বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথম

এই জয়ের ফলে 9 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দু'নম্বরে উঠে এল লিভারপুল ৷ সমসংখ্যক ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 7 নম্বরে রয়েছেন রোনাল্ডোরা ৷

ABOUT THE AUTHOR

...view details