পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হায়দরাবাদ থেকে সবুজ মেরুনে লিস্টন কোলাসো - সবুজ মেরুনে লিস্টন কোলাসো

আগের মরসুমে গোয়ার এই ফুটবলারটি আইএসএলে নিজামের শহরের হয়ে অসাধারণ ফুটবল উপহার দেন। ফলশ্রুতিতে ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন তিনি। দুরন্ত গতি অসাধারণ স্কিল এবং দুই প্রান্ত ধরে খেলার ক্ষমতা যেকোনও দলের শক্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট । এটিকে মোহনবাগানের পক্ষে সই করার পরে 22 বছর বয়সী প্রতিভাবান ফুটবলার উচ্ছ্বসিত ।

liston colaso
liston colaso

By

Published : Apr 10, 2021, 9:54 PM IST

কলকাতা, 10 এপ্রিল : নতুন মরসুমে জন্য দলবদলে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্রতিভা লিস্টন কোলাসোকে সই করালো এটিকে মোহনবাগান । নতুন মরসুমে হায়দরাবাদ এফসি থেকে লিস্টন কোলাসোকে দলে নিল সবুজ মেরুন।

কোচ আন্তেনিও লোপেজ হাবাস গত আইএসএলে নজরকাড়া ভারতীয় ফুটবলারদের দলে নেওয়ার উপর জোর দিতে চেয়েছিলেন । কারণ নতুন মরসুমে আইএসএলে বিদেশির সংখ্যা কমছে । ফলে তাদের খামতি মেটাতে ভালোমানের দেশি ফুটলার নেওয়ার কথা বলেছিলেন টিম ম্যানেজমেন্টকে । লিস্টন কোলাসোকে দলে নেওয়ার কথা ঘোষণা করার দিনে আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটির গোলরক্ষক অরমিন্দার সিং এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মিডফিল্ডার আপুইয়াকে নেওয়ার ব্যাপারে এগিয়েছে এটিকে মোহনবাগান ।

আগের মরসুমে গোয়ার এই ফুটবলারটি আইএসএলে নিজামের শহরের হয়ে অসাধারণ ফুটবল উপহার দেন। ফলশ্রুতিতে ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন তিনি। দুরন্ত গতি অসাধারণ স্কিল এবং দুই প্রান্ত ধরে খেলার ক্ষমতা যেকোনও দলের শক্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট । এটিকে মোহনবাগানের পক্ষে সই করার পরে 22 বছর বয়সী প্রতিভাবান ফুটবলার উচ্ছ্বসিত । বলছেন,"সবুজ মেরুনের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত । এটিকে মোহনবাগানের মতো দলে খেলার মাধ্যমে কলকাতায় খেলার সুযোগ পাব । আমার ফুটবল জীবনে বড় সুযোগ এসেছে । দলের আমার প্রতি আস্থার মর্যাদা দেওয়ার চেষ্টা করব ।"

ABOUT THE AUTHOR

...view details