পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বার্সার প্রি-সিজ়ন মেডিকেল টেস্টে দেখা গেল না মেসিকে - বার্সার প্রি-সিজ়ন মেডিকেল টেস্টে নেই লিওনেল মেসিকে

স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র ‘‘মার্কা’’-র খবর অনুযায়ী, মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ক্লাবের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ৷ অন্য একটি সংবাদপত্র ‘‘লা ভাঙ্গুয়ারদিয়া’’-র খবর অনুযায়ী লিও ক্লাবকে আরও একটি বিউরোফ্যাক্স পাঠাতে চলেছেন ৷ সেখানে তিনি ক্লাবকে জানাবেন, নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে ট্রেনিং সেশনে যোগ দেবেন না

লিওনেল মেসি
লিওনেল মেসি

By

Published : Aug 31, 2020, 6:33 AM IST

বার্সেলোনা, 30 অগাস্ট : বার্সেলোনার প্রি-সিজ়ন মেডিকেল টেস্টে দেখা গেল না লিওনেল মেসিকে ৷ রবিবার বার্সেলোনার প্রি-সিজ়ন মেডিকেল টেস্ট ছিল ৷ কিন্তু ক্লাব ছাড়ার গুঞ্জন উসকে দিয়ে দেখা গেল না তাঁকে ৷ এমনকী স্পেনের স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, সোমবার অনুশীলনেও আসবেন না তিনি ৷


স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র ‘‘মার্কা’’-র খবর অনুযায়ী, মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ক্লাবের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ৷ অন্য একটি সংবাদপত্র ‘‘লা ভাঙ্গুয়ারদিয়া’’-র খবর অনুযায়ী লিও ক্লাবকে আরও একটি বিউরোফ্যাক্স পাঠাতে চলেছেন ৷ সেখানে তিনি ক্লাবকে জানাবেন, নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে ট্রেনিং সেশনে যোগ দেবেন না ৷

‘‘লা ভাঙ্গুয়ারদিয়া’’-র রিপোর্ট অনুযায়ী মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির সই করা একটি চিঠি ইতিমধ্যে ক্লাবের সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ পাঠিয়েছেন ৷ সেখানে মেসির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন :- বার্সা ছাড়ার ইঙ্গিত মেসির, কী বলছেন বাংলার প্রাক্তনরা

গত মঙ্গলবার বিউরোফ্যাক্স করে মেসি বার্সাকে জানিয়ে দেন তিনি ক্লাব ছাড়তে চান ৷ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে লজ্জার হারের 2 সপ্তাহের মধ্যেই ক্লাব ছাড়়তে চেয়ে বিউরোফ্যাক্স পাঠান মেসি ৷

স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মেসির আইনজীবী বলেন, ‘‘লিও-র টেনিংয়ে যোগ দেওয়ার প্রয়োজন নেই ৷ কারণ ইতিমধ্যে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রাকাশ করেছেন মেসি ৷ তাই তাঁর চুক্তি এখানেই শেষ হয় ৷’’

2017 সালে বার্সার সঙ্গে মেসির চুক্তির সময় একটি শর্ত ছিল ৷ সেই শর্ত অনুযায়ী, যদি 10 জুন 2020-র আগে মেসি ক্লাব ছাড়তে চান তাহলে তিনি ফ্রি-তেই বার্সা ছাড়তে পারেন ৷ কিন্তু যেহতু সেই দিন পার হয়ে গেছে তাই মেসিকে নিতে গেলে বার্সাকে 700 মিলিয়ন ইউরো দিতে হবে তাঁর নতুন ক্লাবকে ৷

ABOUT THE AUTHOR

...view details