বার্সেলোনা, 30 অগাস্ট : বার্সেলোনার প্রি-সিজ়ন মেডিকেল টেস্টে দেখা গেল না লিওনেল মেসিকে ৷ রবিবার বার্সেলোনার প্রি-সিজ়ন মেডিকেল টেস্ট ছিল ৷ কিন্তু ক্লাব ছাড়ার গুঞ্জন উসকে দিয়ে দেখা গেল না তাঁকে ৷ এমনকী স্পেনের স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, সোমবার অনুশীলনেও আসবেন না তিনি ৷
স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র ‘‘মার্কা’’-র খবর অনুযায়ী, মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ক্লাবের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ৷ অন্য একটি সংবাদপত্র ‘‘লা ভাঙ্গুয়ারদিয়া’’-র খবর অনুযায়ী লিও ক্লাবকে আরও একটি বিউরোফ্যাক্স পাঠাতে চলেছেন ৷ সেখানে তিনি ক্লাবকে জানাবেন, নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে ট্রেনিং সেশনে যোগ দেবেন না ৷
‘‘লা ভাঙ্গুয়ারদিয়া’’-র রিপোর্ট অনুযায়ী মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির সই করা একটি চিঠি ইতিমধ্যে ক্লাবের সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ পাঠিয়েছেন ৷ সেখানে মেসির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৷