পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi wins Ballon dOr : তোমার ঘরেও একটা ব্যালন ডি'অর থাকা উচিৎ, লেওয়ানকে বললেন মেসি

পুরস্কার গ্রহণের মঞ্চ থেকে এদিন মেসি (Lionel Messi) জানান, রবার্টের সঙ্গে ব্যালন ডি'অর জয়ের এই লড়াই আমার কাছে অত্যন্ত সম্মানের (Messi says it was honour to compete with Lewandowski) ৷" পোল্যান্ড তারকাকে দরাজ সার্টিফিকেট দিয়ে আর্জেন্টাইন মহাতারকা আরও বলেন, "তুমিও ব্যালন ডি'অর জয়ের যোগ্য ৷ এটা মানতে কারও অসুবিধা নেই যে গতবছর ব্যালন ডি'অর তোমারই ছিল ৷"

Lionel Messi wins Ballon dOr
তোমার ঘরেও একটা ব্যালন ডি'অর থাকা উচিৎ, লেওয়ানকে বললেন মেসি

By

Published : Nov 30, 2021, 1:42 PM IST

প্যারিস, 30 নভেম্বর : সপ্তম ব্যালন ডি'অর (Ballon d'Or) জয়ের পথে রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski) সঙ্গে লড়াই তাঁর কাছে অত্যন্ত সম্মানের ৷ পাশাপাশি এ বছর অল্পের জন্য হাতছাড়া হলেও গতবছর অর্থাৎ, 2020 বায়ার্ন স্ট্রাইকারই ছিলেন ব্যালন ডি'অর জয়ের যোগ্য দাবিদার ৷ সপ্তম ব্যালন ডি'অর জিতে এই ভাষাতেই পোলিশ স্ট্রাইকারকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন লিওনেল আন্দ্রেস মেসি (Lionel Messi sends powerful message to Robert Lewandowski ) ৷

পুরস্কার গ্রহণের মঞ্চ থেকে এদিন মেসি জানান, রবার্টের সঙ্গে ব্যালন ডি'অর জয়ের এই লড়াই আমার কাছে অত্যন্ত সম্মানের (Messi says it was honour to compete with Lewandowski) ৷" পোল্যান্ড তারকাকে দরাজ সার্টিফিকেট দিয়ে আর্জেন্টাইন মহাতারকা আরও বলেন, "তুমিও ব্যালন ডি'অর জয়ের যোগ্য ৷ এটা মানতে কারও অসুবিধা নেই যে গতবছর ব্যালন ডি'অর তোমারই ছিল ৷ তাই আমার মনে হয় ফ্রান্স ফুটবলের উচিৎ তোমাকে তোমার প্রাপ্য ব্যালন ডি'অর হাতে তুলে দেওয়া ৷"

লেওয়ানের উদ্দেশ্যে পিএসজি তারকার সংযোজন, "আশা করব ফ্রান্স ফুটবল তোমাকে প্রাপ্য সম্মান দেবে যাতে তোমার ঘরেও ব্যালন ডি'অর শোভা পায় ৷ কারণ মহামারী না এলে তুমিও আজ ব্যালন ডি'অর বিজেতা হতে ৷ তোমার ঘরেও একটা ব্যালন ডি'অর থাকা উচিৎ ৷"

আরও পড়ুন : Lionel Messi wins Ballon dOr : সপ্তম ব্যালন ডি'অর ছিনিয়ে নিলেন মেসি

আর সপ্তমবারের জন্য সাম্মানিক ব্যালন ডি'অর জিতে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "এখানে ফের আসতে পেরে ভাললাগছে ৷ দু'বছর আগে যখন এই সম্মান পেয়েছিলান তখন মনে হয়েছিল এটাই শেষ ৷ তবে কোপা আমেরিকা (Copa America) জিতে আর্জেন্টিনার মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অনুভূতিই আলাদা ৷"

এটা কেরিয়ারের সেরা বছর কি না জানা নেই তবে বিশেষ একটি বছর তো বটেই ৷ জানালেন মেসি ৷ কঠিন সময়, সমালোচনা পেরিয়ে কোপা আমেরিকা জয় তাঁকে যে বাড়তি তৃপ্তি দিয়েছে, ব্যালন ডি'অর জয়ের মঞ্চ থেকে সেটাই ফের একবার বুঝিয়ে দিলেন 'গ্রেটেস্ট অফ অল টাইম' ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details