প্যারিস, 30 নভেম্বর : সপ্তম ব্যালন ডি'অর (Ballon d'Or) জয়ের পথে রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski) সঙ্গে লড়াই তাঁর কাছে অত্যন্ত সম্মানের ৷ পাশাপাশি এ বছর অল্পের জন্য হাতছাড়া হলেও গতবছর অর্থাৎ, 2020 বায়ার্ন স্ট্রাইকারই ছিলেন ব্যালন ডি'অর জয়ের যোগ্য দাবিদার ৷ সপ্তম ব্যালন ডি'অর জিতে এই ভাষাতেই পোলিশ স্ট্রাইকারকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন লিওনেল আন্দ্রেস মেসি (Lionel Messi sends powerful message to Robert Lewandowski ) ৷
পুরস্কার গ্রহণের মঞ্চ থেকে এদিন মেসি জানান, রবার্টের সঙ্গে ব্যালন ডি'অর জয়ের এই লড়াই আমার কাছে অত্যন্ত সম্মানের (Messi says it was honour to compete with Lewandowski) ৷" পোল্যান্ড তারকাকে দরাজ সার্টিফিকেট দিয়ে আর্জেন্টাইন মহাতারকা আরও বলেন, "তুমিও ব্যালন ডি'অর জয়ের যোগ্য ৷ এটা মানতে কারও অসুবিধা নেই যে গতবছর ব্যালন ডি'অর তোমারই ছিল ৷ তাই আমার মনে হয় ফ্রান্স ফুটবলের উচিৎ তোমাকে তোমার প্রাপ্য ব্যালন ডি'অর হাতে তুলে দেওয়া ৷"
লেওয়ানের উদ্দেশ্যে পিএসজি তারকার সংযোজন, "আশা করব ফ্রান্স ফুটবল তোমাকে প্রাপ্য সম্মান দেবে যাতে তোমার ঘরেও ব্যালন ডি'অর শোভা পায় ৷ কারণ মহামারী না এলে তুমিও আজ ব্যালন ডি'অর বিজেতা হতে ৷ তোমার ঘরেও একটা ব্যালন ডি'অর থাকা উচিৎ ৷"