বুয়েনস আইরেস, 20 জুন : বেশ কিছুদিন আগে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো তোলপাড় করে দিয়েছিল ফুটবল বিশ্বকে ৷ সাংবাদিক সম্মেলনে এসে টেবিলের সামনে রাখা ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এতে ওই ঠান্ডা পানীয় সংস্থার কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয় ৷ সেই বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ায় ফের একটি ভিডিয়ো ভাইরাল ৷ অন্য একটি সংস্থার ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন ভাইরাল ৷ যার মুখ রোনাল্ডোর প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ৷ পর্তুগিজ মহাতারকা ঠান্ডা পানীয় সরিয়ে রেখে সচেতনতার বার্তা দিয়েছিলেন ৷ সেই পানীয়তেই চুমুক দিলেন আর্জেন্টাইন সুপারস্টার ৷
জমজমাট লড়াই চলছে ইউরোর মঞ্চে ৷ বিশ্বের বাঘা বাঘা ফুটবল খেলিয়ে দেশগুলি ইউরোপ সেরা হওয়ার দৌড়ে নেমেছে ৷ তবে মাঠের প্রতিযোগিতার বাইরেও নজর কেড়ে নিয়েছেন পর্তুগালের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ইউরোর স্পনসর ওই ঠান্ডা পানীয় সংস্থার বোতল সরিয়ে রেখেছিলেন তিনি ৷ রোনাল্ডোর দেখাদেখি পল পোগবা সহ বেশ কিছু খেলোয়াড় একই পথে হাঁটেন ৷ ফলে প্রবল বিতর্ক শুরু হয় ৷ বিষয়টি ভালে চোখে দেখেনি ইউরো কর্তৃপক্ষ ৷ স্পনসরের ক্ষতি হলে তার প্রভাব টুর্নামেন্টের উপর পড়তে পারে তা বুঝিয়ে দেওয়া হয় ৷
কিন্তু বিতর্ক যাই হোক, অতিরিক্ত চিনি ও মানব শরীরের ক্ষতি করবে এমন উপাদান দিয়ে তৈরি ঠান্ডা পানীয় যে স্বাস্থ্যের পক্ষে ভাল নয় এটা সকলেই বোঝে ৷ বহু টিনএজার, তরুণ-তরুণীর আদর্শ রোনাল্ডো ৷ সে মাঠ হোক বা মাঠের বাইরে ৷ তাই রোনাল্ডোর এই স্বাস্থ্য সচেতনতার বার্তা অভিভাবকদের খুশি করেছে ৷ একদিকে সিআর সেভেন যখন সচেতনতার বার্তা দিচ্ছেন তখনই অন্য এক সংস্থার ঠান্ডা পানীয়ের বোতলে লাথি মারছেন মেসি ৷ হাসিমুখে চুমুক দিচ্ছেন ঠান্ডা পানীয়ে ৷ রোনাল্ডো যখন ইউরো কাপে ব্যস্ত, মেসি তখন কোপা আমেরিকায় দলকে জেতাতে মরিয়া ৷ দুই সুপারস্টারের নিজের দেশকে খেতাব জেতানোর লড়াইয়ের মাঝেই মেসির ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন ভাইরাল হল ৷