পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi : আর্জেন্টিনার ঋণ মিটিয়ে সামনে তাকাচ্ছেন মেসি - আর্জেন্টিনা বনাম ব্রাজিল

আর্জেন্টিনার 28 বছরের ট্রফির খরা কাটিয়েছে এই কোপা জয় ৷ এবার এই সাফল্যের ফসল তোলার সময় ৷ এখানেই থেমে থাকা নয় ৷ আর্জেন্টিনার হয়ে সর্বাধিক 151 টি ম্যাচ খেলা লিও মেসির সামনে তাই নতুন চ্যালেঞ্জ কাতার বিশ্বকাপ 2022 ৷

লিও মেসি
লিও মেসি

By

Published : Jul 11, 2021, 7:49 PM IST

রিও ডি জেনেইরো, 11 জুলাই : অবশেষে মারাকানায় আনন্দাশ্রু ঝরে পড়ল লিওনেল মেসির চোখ থেকে ৷ জাতীয় দলে হয়ে চার-চার বার বড় টুর্নামেন্টের ফাইনালে হেরেছেন ৷ বড় টুর্নামেন্টের গ্রুপ স্টেজ থেকে আর্জেন্টিনার বিদায় দেখেছেন ৷ অবসাদে জাতীয় দলর থেকে অবসরও নিয়েছিলেন ৷ তবে মারাকানা স্টেডিয়ামে রবিবার যেন আর্জেন্টিনার ঋণ শোধ করলেন মেসি ৷

আর্জেন্টিনার 28 বছরের ট্রফির খরা কাটিয়েছে এই কোপা জয় ৷ এবার এই সাফল্যের ফসল তোলার সময় ৷ এখানেই থেমে থাকা নয় ৷ আর্জেন্টিনার হয়ে সর্বাধিক 151 টি ম্যাচ খেলা মেসির সামনে তাই নতুন চ্যালেঞ্জ কাতার বিশ্বকাপ 2022 ৷ শেষ বার 1986 সাল ৷ দিয়াগো মারাদোনার হাত ধরে নীল-সাদার দেশে এসেছিল বিশ্বকাপ ৷ তারপর থেকে আর কখনও বিশ্বকাপের স্বাদ চেখে দেখা হয়নি বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ম্যাজিসিয়ানের ৷

সতীর্থদের সঙ্গে মেসি

তবে জুনিয়র লেভেলে আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্য আছে ৷ 2005 সালে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জিতেছেন তিনি ৷ এছাড়া সিনিয়র দল 2008 সালে বেজিং অলিম্পিক্সে সোনা জয় করেছিল আর্জেন্টিনা মেসির হাত ধরে ৷ সিনিয়র দলের হয়ে তাঁর ব্যর্থ হওয়ার প্রচুর কাহিনী আছে ৷ প্রথমটা হয়েছিল 2006 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির কাছে হেরে বিদায় ৷ এক বছর পরই কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে 3-0 গোলে হার ৷ 2014 সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার ৷ 2015 ও 2016 সালে কোপার ফাইনালে চিলির কাছে হার ৷ বিদ্ধস্ত করে দিয়েছিল লিওনেল মেসিকে ৷

ম্যাচ জেতার মুহূর্ত

2016 সালে কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পর জাতীয় দলের হয়ে খেলা ছাড়ার কথা ঘোষণা করেন মেসি ৷ অবসাদে সেদিন মেসিকে বলতে শোনা যায়, ‘‘এটা আমার জন্য নয় ৷ আমি চেষ্টা করেছি ৷ এবং আমি মনে করি এটাই সব ৷’’

গোলরক্ষকের সঙ্গে মেসি

কিন্তু দেশকে আরও অনেককিছু দেওয়ার বাকি ছিল তাঁর ৷ ঋণ শোধ করা বাকি ছিল ৷ তাই ফিরে আসেন রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ৷ দেশকে রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করাতে বড় ভূমিকা পালন করেন এলএম10 ৷ তবে রাশিয়ায় স্বপ্নপূরণ হয়নি ৷ শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয় 6 বারের ব্যালন ডি অর জয়ীকে ৷

আরও পড়ুন : Euro 2020 : কোথায় শক্তি, কোথায় দুর্বলতা ; ফাইনালের দুই দলের হালহকিকত

অবশেষে স্বপ্নপূরণ, বর্ণময় কেরিয়ারে জাতীয় দলের হয়ে ট্রফির যে আলমারিটা এতদিন খালি ছিল, সেখানেই এবার থেকে চকচক করবে কোপা আমেরিকা 2021-এর কাপটা ৷ আর্জেন্টিনার জাতীয় দলের খেলার যে ঋণ তিনি করেছিলেন, অবশেষে ঋণ পূরণ করলেন ৷ গ্রেটেস্ট অফ অল টাইমের দাবিদার মেসির পাশে এখন থেকে জ্বলজ্বল করবে কোপা আমেরিকার খেতাবটা ৷

ABOUT THE AUTHOR

...view details