প্য়ারিস, 29 সেপ্টেম্বর : লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে স্তম্ভিত হয়েছিলেন তাঁর ফ্যানেরা ৷ বার্সার ছাড়ার পর ক্লাবে এসে কাঁদতে দেখা গিয়েছিল বার্সা সমর্থকদের ৷ উল্টো ছবি দেখা গিয়েছিল পিএসজি-তে ৷ প্যারিসের এই ক্লাবের হয়ে প্রথম গোলের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত মেসি ৷
পিএসজি-তে যোগ দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন ৷ চোট-আঘাত ও ম্যাচ ফিটনেসের অভাবে প্রথম কয়েকটা ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি ৷ বুধবার ভোরে গুরু পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে পিএসজি জার্সিতে প্রথম গোলের স্বাদ পেলেন মেসি ৷ পিএসজি-র হয়ে প্রথম গোল করার পর সেলিব্রেশন করতে দেখা যায় আর্জেন্টাইন তারকাকে। অনুরাগীদের মতো মেসি নিজেও এই গোলের জন্য অপেক্ষায় ছিলানে মেসি ৷ তিনি বলেন, "প্রথম গোলের জন্য আমি মুখিয়ে ছিলাম ৷"
এতদিন মেসি আর বার্সা ছিল একে অপরের পরিপূরক ৷ বার্সেলোনার জার্সিতে ছাড়া মেসিকে অন্য ক্লাবের জার্সিতে দেখার ইচ্ছে ছিল কল্পনাতীত ৷ কিন্তু এবার তা সম্ভব হয়েছে বার্সা ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক ৷ গায়ে ছিল না 10 নম্বর জার্সি ৷ তবে 30 নম্বর জার্সিতে মেসির প্রথম গোলে উচ্ছ্বসিত তাঁর ফ্য়ানেরা ৷