পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi : পিএসজি জার্সিতে প্রথম গোলের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত মেসি

বার্সেলোনার সঙ্গে 21 বছরের সম্পর্ক চুকিয়ে গত মাসে পিএসজি-তে যোগ দেন লিওনেল মেসি ৷ তবে ফরাসি ক্লাবের হয়ে মাঠে নেমে নিজেকে যেন খুঁজে পাচ্ছিলেন না আর্জেন্টাইন তারকা ৷ টানা দুই ম্যাচে গোলের সুযোগ হাতছাড়া করেন ৷ হাঁটুর চোটের কারণে পরের দুই ম্যাচ মাঠের বাইরে থাকেন ৷ অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ ৷

Lionel Messi
পিএসজি জার্সিতে প্রথম গোলের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত মেসি

By

Published : Sep 29, 2021, 4:11 PM IST

প্য়ারিস, 29 সেপ্টেম্বর : লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে স্তম্ভিত হয়েছিলেন তাঁর ফ্যানেরা ৷ বার্সার ছাড়ার পর ক্লাবে এসে কাঁদতে দেখা গিয়েছিল বার্সা সমর্থকদের ৷ উল্টো ছবি দেখা গিয়েছিল পিএসজি-তে ৷ প্যারিসের এই ক্লাবের হয়ে প্রথম গোলের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত মেসি ৷

পিএসজি-তে যোগ দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন ৷ চোট-আঘাত ও ম্যাচ ফিটনেসের অভাবে প্রথম কয়েকটা ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি ৷ বুধবার ভোরে গুরু পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে পিএসজি জার্সিতে প্রথম গোলের স্বাদ পেলেন মেসি ৷ পিএসজি-র হয়ে প্রথম গোল করার পর সেলিব্রেশন করতে দেখা যায় আর্জেন্টাইন তারকাকে। অনুরাগীদের মতো মেসি নিজেও এই গোলের জন্য অপেক্ষায় ছিলানে মেসি ৷ তিনি বলেন, "প্রথম গোলের জন্য আমি মুখিয়ে ছিলাম ৷"

এতদিন মেসি আর বার্সা ছিল একে অপরের পরিপূরক ৷ বার্সেলোনার জার্সিতে ছাড়া মেসিকে অন্য ক্লাবের জার্সিতে দেখার ইচ্ছে ছিল কল্পনাতীত ৷ কিন্তু এবার তা সম্ভব হয়েছে বার্সা ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক ৷ গায়ে ছিল না 10 নম্বর জার্সি ৷ তবে 30 নম্বর জার্সিতে মেসির প্রথম গোলে উচ্ছ্বসিত তাঁর ফ্য়ানেরা ৷

আরও পড়ুন :চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ মেসি-নেইমার জুটি

মেসির প্রথম গোলে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে পিএসজি কোচ মরিসিয়ো পোচেতিনোকেও। তিনি বলেন, "সাধারণত গোল হওয়ার পর আমি সেলিব্রেট করি না। কিন্ত মেসির প্রথম গোলের পর সেটা করেছি ৷ বহু বছর মেসিকে এতদিন প্রতিপক্ষ হিসেবে গোল করতে দেখেছি । আজ আমার দলের হয়ে গোল করতে দেখলাম ৷"

ভারতীয় সময় বুধবার ভোরে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি ও পিএসজি ৷ ম্যাচের আগে ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও প্রথম থেকেই মেসিকে মাঠে নামান পিএসজি কোচ। গত মরসুমে ম্যান সিটি-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরেছিল ফরাসি ক্লাবটি পিএসজি । এদিন ম্যান সিটিকে 2-0 গোলে হারায় পচেতিনোর দল । আট মিনিটে ইদ্রিসা গুয়ে পিএসজি-কে এগিয়ে দেওয়ার পর ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি ।

ABOUT THE AUTHOR

...view details