পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আন্তর্জাতিক ফুটবল থেকে 3 মাস নিষিদ্ধ মেসি - লিওনেল মেসি

ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ।

ছবি

By

Published : Aug 3, 2019, 1:36 PM IST

বুয়েনোস আইরেস, 3 অগাস্ট : জাতীয় দলের জার্সি গায়ে আগামী তিন মাস মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি ৷ তিন মাসের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করল দক্ষিণ অ্যামেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল ৷ ফলে সেপ্টেম্বর এবং অক্টোবরে চিলি, মেক্সিকো এবং জার্মানির বিরুদ্ধে আর্জেন্টিনা তাঁকে মাঠে নামাতে পারবে না ৷

কোপা আমেরিকার শেষ চারের লড়াইয়ে ব্রাজ়িলের কাছে হেরে গেছিল আর্জেন্টিনা । তার পরই ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি । কনমেবল-কে সরাসরি ‘দুর্নীতিগ্রস্ত’ সংস্থা বলায় দক্ষিণ অ্যামেরিকা ফুটবলের সর্বোচ্চ নীতি নিয়ামক সংস্থার মারাত্মক সম্মানহানি হয়েছে বলেই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা । সেই মন্তব্যের জন্য মেসির উপরে কড়া শাস্তির খাঁড়া নেমে আসতে পারে বলে মনে করা হয়েছিল ।

এ বার সেই শাস্তি ঘোষণা করা হল ৷ তিন মাস নিষিদ্ধ করার পাশাপাশি 50 হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 35 লাখ টাকা জরিমানা দিতে হবে তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details