রিও ডি জেনেইরো, 11 জুলাই : 28 বছরের আন্তর্জাতিক ট্রফির খরা কাটিয়ে অবশেষে কোপা আমেরিকার (Copa America 2021) খেতাব ঘরে তুলল আর্জেন্টিনা ৷ ভারতীয় সময় রবিবার ভোরে শুরু হওয়া ম্যাচে আয়োজক ব্রাজিলকে (Brazil) 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল মেসির আর্জেন্টিনা (Argentina) ৷ প্রথমার্ধের 22 মিনিটে মিডফিল্ডার অ্যাঞ্জেল দি মারিয়ার (Angel Di Maria) গোলে এগিয়ে যায় তারা ৷ সেই গোলের সুবাদেই কোপা জিতল আর্জেন্টাইনরা ৷ ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে মারিয়ার হাতে ৷
ম্যাচ শেষে উচ্ছ্বসিত আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া বললেন, ‘‘সত্যি কথা বলতে আমি কাঁদতে পারি না ৷ এমনটা এর আগে ঘটেনি ৷ আমরা এই মুহূর্তের জন্য অনেক স্বপ্ন দেখেছি ৷ আমরা অনেক লড়াই করেছি... অনেক মানুষ আমাদের সমর্থন করেনি ৷ অনেকে আমাদের সমালোচনা করেছেন ৷ কিন্তু, আমরা যতক্ষণ না লক্ষ্য়ে পৌঁছেছি, ততক্ষণ লড়াই করে গেছি ৷ আর আমরা আজ রাতে সেটাকে অর্জন করতে পেরেছি এবং ঈশ্বরকে ধন্যবাদ আমরা এই খেতাবটা জিততে পেরেছি ৷ কারণ এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল ৷’’
আরও পড়ুন : আর্জেন্টিনার কোপা জয়ে আড়মোড়া ভাঙল বাঙালির, মেসিতে মজে প্রাক্তনরা
কোপা আমেরিকার ফাইনাল জেতার পর মেসির (Lionel Messi) সঙ্গে কী কথা হয়েছিল দি মারিয়ার ? সেই প্রসঙ্গে, তিনি বলেন, ‘‘এটা ভোলার মতো বিষয় নয় ৷ মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে ৷ আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি ! ও আমাকে বলেছে, এটা আমার ফাইনাল ! ম্যাচের আগে ও আমাকে বলে, ‘এই ম্যাচটি পুনরায় তুমি খেলতে পারবে না’ ৷ চিলি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং 2014 বিশ্বকাপ ফাইনাল... এবং আজকে আমরা পেরেছি ! আমি ভাবছি যদি ওই ফাইনালগুলো আমি খেলতাম... আমি জানি না ৷ এটাই ফুটবল ৷ এটা আজকে হতেই হত ৷ এবং তা হয়েছে ৷’’
আরও পড়ুন : হতাশ নেইমারকে জড়িয়ে ধরে সান্ত্বনা মেসির, মুগ্ধ ফুটবল বিশ্ব
অন্যদিকে, ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো ৷ তিনি বলেন, ‘‘আমার মতে, এটা স্পষ্ট যে ওরা (আর্জেন্টিনা) বলের জন্য খেলেছে ৷ ওরা গোল করেছে এবং সবশেষে খেলোয়াড়োচিত ব্যবহার ৷ আর খেলাটাকে খেলোয়াড়োচিত জায়গায় নিয়ে গিয়েছে ৷ ওরা অনেক প্রভাবিত করেছে, তাই এটা আমাদের দায়িত্ব ওদের শুভেচ্ছা জানানো ৷ ওরা আক্রমণে আমাদের থেকে অনেক বেশি প্রভাব ফেলতে পেরেছে ৷ আমাদের সবাই ওদের শুভেচ্ছা জানাব এবং আমাদের কাজ করে যাব ৷ আমরা সম্পূর্ণ কোপা আমেরিকায় খুব ভাল খেলেছি ৷ আমরা হয়ত বিজয়ীর মুকুট পরতে পারিনি ৷ কিন্তু, আমরা এখান থেকে এগিয়ে যাব ৷’’