পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনা ভাইরাস মারে তোশক ! ব্যবহার করছেন মেসি - mattress with nanoparticles

ইনস্টাগ্রামে এক পোস্টে বিশেষ এক তোশক সম্পর্কে জানিয়েছে টেক মুন । তাদের মতে, কোরোনা ভাইরাসের থেকেও আকারে ৫ গুণ ছোটো কণা ব্যবহার করা হয়েছে এই বিশেষ তোশকে । জীবাণুরোধক এই প্রক্রিয়ায় রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ও হাইড্রক্সাইডের সমন্বয়। এর ফলে কোভিড-19 ভাইরাস ক্ষমতা হারিয়ে ফেলে ।

MESSI
MESSI

By

Published : Aug 10, 2020, 10:17 PM IST

বার্সেলোনা , 10 অগাস্ট : কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশেষভাবে তৈরি করা তোশকে ঘুমোন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি । স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর এই তোশক নাকি কোরোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয় । 99.84 শতাংশ কার্যকর ক্ষমতাসম্পন্ন মেসির এই তোশক নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

স্পেনের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসি এই তোশক কেনেননি ৷ উৎপাদক সংস্থা তাঁকে উপহার দিয়েছে । তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম কুয়াত্রো জানিয়েছে, হাইটেক তোশক নির্মাতা প্রতিষ্ঠান টেক মুন-এর তৈরি এই তোশক ব্যবহার করেন মেসি । তিনি ছাড়াও সল নিগুয়েজ ও সার্জিয়ো আগুয়েরোও এই তোশক ব্যবহার করেন। কোরোনায় আক্রান্ত কেউ বিশেষ এই তোশকে ঘুমোলে নাকি এটি কোভিড-19 ভাইরাস শরীর থেকে নিশ্চিহ্ন করে ফেলে।

ইনস্টাগ্রামে এক পোস্টে এই বিশেষ তোশক সম্পর্কে জানিয়েছে টেক মুন । তাদের মতে, কোরোনা ভাইরাসের থেকেও আকারে ৫ গুণ ছোটো কণা ব্যবহার করা হয়েছে এই বিশেষ তোশকে । জীবাণুরোধক এই প্রক্রিয়ায় রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ও হাইড্রক্সাইডের সমন্বয়। এর ফলে কোভিড-19 ভাইরাস ক্ষমতা হারিয়ে ফেলে ।

মেসি যে তোশক ব্যবহার করছেন তার ভাইরাস প্রতিরোধ ব্যবস্থার নাম 'ভাইরাক্লিন' । স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর পরিবারে বাকিদের জন্য আরও কয়েকটি তোশক সংগ্রহ করেছেন আর্জেন্তিনার অধিনায়ক । তাঁর সুপারিশেই নাকি ম্যাঞ্চেস্টাক সিটির তারকা সার্জিয়ো আগুয়েরোও এই তোশক কিনেছেন ।

ABOUT THE AUTHOR

...view details