বার্সেলোনা , 10 অগাস্ট : কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশেষভাবে তৈরি করা তোশকে ঘুমোন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি । স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর এই তোশক নাকি কোরোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয় । 99.84 শতাংশ কার্যকর ক্ষমতাসম্পন্ন মেসির এই তোশক নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
স্পেনের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসি এই তোশক কেনেননি ৷ উৎপাদক সংস্থা তাঁকে উপহার দিয়েছে । তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম কুয়াত্রো জানিয়েছে, হাইটেক তোশক নির্মাতা প্রতিষ্ঠান টেক মুন-এর তৈরি এই তোশক ব্যবহার করেন মেসি । তিনি ছাড়াও সল নিগুয়েজ ও সার্জিয়ো আগুয়েরোও এই তোশক ব্যবহার করেন। কোরোনায় আক্রান্ত কেউ বিশেষ এই তোশকে ঘুমোলে নাকি এটি কোভিড-19 ভাইরাস শরীর থেকে নিশ্চিহ্ন করে ফেলে।