পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জয় দিয়ে আই লিগ অভিযান শেষ মোহনবাগানের - Shillong Lajong FC

জিতে পঞ্চম স্থানে থাকল মোহনবাগান

ফাইল ফোটো

By

Published : Mar 8, 2019, 10:02 PM IST

শিলং, ৮ মার্চ : জয় দিয়ে আই লিগ শেষ করল মোহনবাগান। শিলংয়ের মাঠে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় তুলে নিল খালিদ জামিলের দল। চলতি আই লিগে ২০ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করে আপাতত পঞ্চম স্থানে আছে তারা।

ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডিকা। ম্যাচের ৪৫ মিনিটে পালটা পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান শিলং লাজংয়ের বুয়াম। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় শিলং। গোল করেন বুয়াম। ম্যাচ জেতার আশা যখন ক্ষীণ তখনই জ্বলে ওঠেন নর্ডি। ৭৮ মিনিটে সমতা ফেরান। শেষ মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রিটো (৮৮ মিনিট)।

চলতি আই লিগে মোহনবাগানের পারফরম্যান্স আশাপ্রদ নয়। দুটো বড় ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। ইনভেস্টর আনা নিয়ে ডামাডোল অব্যাহত। এই পরিস্থিতিতে সুপার কাপের আগে আই লিগের শেষ ম্যাচে জয় মোহনবাগানের মনোবল কতটা বাড়ায় এখন তাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details