বুয়েনস এয়ারস (আর্জেন্তিনা), 17 জুন : ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনার মৃত্যুর জন্য দায়ি কে ? পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ ৷ তবে এবার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল মারাদোনার চিকিৎসকদের বিরুদ্ধে ৷ মারাদোনার পরিচারকের আইনজীবীর দাবি চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে কিংবদন্তি এই ফুটবলরারের ৷
বিচারক মারাদোনার মৃত্যু নিয়ে পরিচারক দানিয়া গেসিলা মাদ্রিদ জিজ্ঞাসাবাদ করনে ৷ তখন তাঁর আইনজীবী রডলফ বাকে অভিযোগ করেন, ‘‘ওরা দিয়াগোকে হত্যা করেছে ৷’’ মাথায় জমাট বাঁধা রক্ত বের করার জন্য মস্তিকে অস্ত্রপচার করা হয় মারাদোনার ৷ তাঁর এক সপ্তাহের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷
মারাদোনারকে হত্যার অভিযোগে 7 জনের বিরুদ্ধে তদন্ত চলছে ৷ তাঁদের মধ্যে 36 বছরের পরিচারক দানিয়া গেসিলা মাদ্রিদ অন্যতম ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ মারাদোনার অস্ত্রপচারের পর দীর্ঘ সময় তাঁর সঠিক ভাবে যত্ন করা হয়নি ৷
বাকে দাবি করেন, মারাদোনার অস্ত্রপচারের পর চিকিৎসকরার তাঁর যত্ন নিচ্ছিলেন ৷ তাঁর পরিচারক মাদ্রিদ নন ৷ তাঁর আরও দাবি, মারাদোনার হৃদরোগের চিকিৎসা চলছিল ৷ কিন্তু সেই সময় তাঁকে মানসিক রোগের ওষুধ দেওয়া হয়৷ যা তাঁর হৃদস্পন্দন বাড়িয়ে দেয় ৷