কলকাতা, 18 এপ্রিল : কলকাতা লিগ শুরু হওয়া নিয়ে নানা মুনির নানা মত । এই অবস্থায় বাকি সবার মতোই সমস্যায় পড়েছেন কলকাতার রেফারিরা । কোরোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন । বন্ধ ক্রীড়াদুনিয়া । এই অবস্থায় কলকাতা ফুটবল লিগের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা । পাঁচটি ডিভিশন মিলিয়ে মোট আড়াই হাজার ম্যাচ হয় । সাড়ে চারহাজার ফুটবলারের রুটি-রুজি জড়িয়ে থাকে এই কলকাতা লিগে । এদের পাশাপাশি ম্যাচ পরিচালনা যাঁরা করেন, সেই রেফারিদেরও ভবিষ্যৎ অন্ধকারে ।
মোট 175 জন রেফারি কলকাতা লিগের ম্যাচ পরিচালনা করেন । কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের ছাতার তলায় ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলান তাঁরা । তাঁরাই IFA- র যাবতীয় ফুটবল খেলা সুষ্টভাবে পরিচালনার অন্যতম কারিগর ।
18 এপ্রিল কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের জন্মদিন । অন্যবার এই দিনে নানারকম অনুষ্ঠান হয়ে থাকে । সেই অনুষ্ঠানে বছরের সেরা রেফারিকে পুরস্কার করা হয় ।
রেফারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চিত্তদাস মজুমদার বলেন, ‘‘নতুন মরশুমে রেফারিদের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত । কারণ অনেকেই রেফারিং করে তাঁদের সংসার চালান । চলতি মরশুমে বল না গড়ালে সেই সব রেফারিদের সংসার চালানো সমস্যা হবে ।’’