বার্সেলোনা: অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন ৷ কাতালোনিয়া ক্লাবে তাঁর ভবিষ্যৎ প্রশ্নে বেজায় ধন্দে ছিলেন রোনাল্ড কোম্যান ৷ কিন্তু শনিবার রাতে ম্যাচ শুরুর আগেই কোম্যানের কাঁধে হাত রেখে গোটা ইস্য়ুতে স্বচ্ছতা আনলেন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ৷ জানিয়ে দিলেন, ম্যাচের ফল যাই হোক না কেন, কোচের পদে এখনই চাকরি যাচ্ছে না কোম্যানের ৷ আর তাতেই একরাশ স্বস্তি ডাচ কোচের ৷
যদিও ম্যাচের ফলাফল মোটেই স্বস্তি দেবে না বার্সেলোনাকে ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর বিরুদ্ধে 0-2 গোলে হেরে লিগ টেবিলে আরও পিছিয়ে পড়ল বার্সেলোনা ৷ থমাস লেমারের পাশাপাশি পুরনো দলের বিরুদ্ধে এদিন গোল করলেন লুইস সুয়ারেজ ৷ ম্যাচে 71 শতাংশ বল পজেশন দখলে রেখেও গোলের খাতা খুলতে ব্যর্থ কাতালোনিয়া ক্লাবটি ৷ প্রথমার্ধেই এদিন ম্যাচ পকেটে পুড়ে নেয় দিয়েগো সিমোনের ছেলেরা ৷