পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দর্শকভরা গ্যালারির সামনে খেলার আশায় কিবু ভিকুনা - কেরালা ব্লাস্টার্স

সপ্তাহে একদিন কেরালা ব্লাস্টার্সের ফুটবলারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে ট্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন কিবু ভুিকুনা । ইতিমধ্যে তাঁর সহকারীরা ফুটবলারদের হাতে ফিটনেস চার্ট তুলে দিয়েছেন । আই লিগ জয়ী কোচ দলের তরুণ এবং রিজ়ার্ভ টিমের ফুটবলারদের গড়ে তোলার কাজ করছেন ।

image
কিবু ভিকুনা

By

Published : Jul 5, 2020, 10:58 PM IST

কলকাতা, 5 জুলাই : নতুন মরশুমে দর্শকপূর্ণ গ্যালারির সামনে খেলার আশায় কিবু ভিকুনা । মোহনবাগানের কোচ হিসেবে আই লিগ জয়ের পর নতুন মরশুমে ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি কেরালা ব্লাস্টার্সের ডাগ আউটে বসবেন স্প্যানিশ কোচ । বর্তমানে নিজের দেশ স্পেনে রয়েছেন । তবে ওখানে বসেই নতুন মরশুমে দলের প্রস্তুতির রূপরেখা নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন ।

কোরোনা সংক্রমণের কারণে ভারতে আসা সাময়িকভাবে বন্ধ । তাই এদেশে আসার সবুজ সংকেতের দিকে তাকিয়ে রয়েছেন । বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল লিগ শুরু হয়েছে । স্পেনেও লা লিগার খেলা চলছে । কিন্তু যাবতীয় ফুটবল ম্যাচ হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে ।

কেরালা ব্লাস্টার্সের নয়া স্প্যানিশ কোচ আশা করছেন পরিস্থিতির উন্নতি হবে এবং গ্যালারিতে দর্শকরা ফিরবেন । "আমি জানি না কী হতে চলেছে । সমর্থকরা আমাদের বিরাট শক্তি । দর্শকদের জন্য ফুটবল । আমরা স্প্যানিশ লিগ দেখছি । কিন্তু গ্যালারি দর্শকশূন্য দেখে খারাপ লাগছে ৷" বলছেন কিবু ভিকুনা । একইসঙ্গে যোগ করেছেন," সমর্থকদের সামনে খেলার অর্থ এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে খেলতে নামা । আমি মনে করি না বন্ধ দরজার আড়ালে খেলতে হবে । আশা করি সেটা হবে না । "

সপ্তাহে একদিন কেরালা ব্লাস্টার্সের ফুটবলারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে ট্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন । ইতিমধ্যে তাঁর সহকারীরা ফুটবলারদের হাতে ফিটনেস চার্ট তুলে দিয়েছেন । আই লিগ জয়ী কোচ দলের তরুণ এবং রিজ়ার্ভ টিমের ফুটবলারদের গড়ে তোলার কাজ করছেন । মোহনবাগানের দায়িত্ব সামলানোর সময় একইভাবে তরুণ ফুটবলারদের তৈরিই করেননি তাদের প্রথম দলে সুযোগ দিয়েছিলেন । কেরালা ব্লাস্টার্সের হয়েও একই নীতি প্রয়োগ করছেন । ISL-এ যদি বিদেশি ফুটবলার নিয়মে পরিবর্তন হয় তাহলে ভালো মানের ভারতীয় ফুটবলারদের দিয়ে খামতি মেটাতে হবে । সেই লক্ষ্য নিয়ে প্রস্তুতিতে কিবু ভিকুনা ।

ABOUT THE AUTHOR

...view details