কলকাতা, 3 অগাস্ট : স্প্যানিশে প্রবাদ আছে অন্যের বাগানে কী হচ্ছে নজর দেওয়ার চেয়ে নিজের বাগান পরিচর্যায় মন দেওয়া ভালো । কলকাতায় ক্লাব কোচিং করাতে এসে মাতৃভাষার প্রবাদ মেনে চলতে চান কিবু ভিকুনা । শুক্রবার ডুরান্ডের ম্যাচ খেলার আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান । স্বাভাবিকভাবেই ঘরের মাঠে সদস্য সমর্থকদের প্রত্যাশার চাপ সামলে নতুন লড়াই । ইতিমধ্যে ডুরান্ডের প্রথম ম্যাচে মোহনবাগান মিনি ডার্বি সহজে জয় পাওয়ায় প্রত্যাশা বেড়েছে । লিগেও একটা ভালো শুরু চাইছেন । প্রায় ঘণ্টা খানেক অনুশীলন শেষে মোহনবাগান কোচ বলছেন, তাঁর দল চ্যালেঞ্জ নিতে তৈরি । তবে উন্নতির প্রয়োজন । যা নিয়মিত প্র্যাকটিসে ধীরে ধীরে আসবে । বিশেষ করে ফিটনেসের উন্নতিতে ভালো খেলার রহস্য লুকিয়ে ।
মাঠ নিয়ে অখুশি, জিততে সেটপিসে জোর ভিকুনার - mohun bagan vs peerless match
"দল চ্যালেঞ্জ নিতে তৈরি । তবে উন্নতির প্রয়োজন । যা নিয়মিত প্র্যাকটিসে ধীরে ধীরে আসবে । " বলছেন মোহনবাগান কোচ ৷
লিগের প্রথম ম্যাচে প্রতিপক্ষ জহর দাসের পিয়ারলেস । গতবারের কলকাতা লিগের রানার্স দলটি চিরকাল জায়ান্ট কিলার । সোমবারের ম্যাচে তারা যে অভ্যাস বদল করবে না তা জানেন সবুজ মেরুন হেডস্যার । প্রতিপক্ষ কোচের ফুটবল দর্শন, তাঁর দলে ক্রোমার মত বিদেশির উপস্থিতির কথা কিবু ভিকুনার নোটবুকে । তাই আক্রমণাত্মক ফুটবল ছেড়ে বেরিয়ে আসবেন না বলছেন । তবে দলে পরিবর্তনের কথা জানিয়েছেন । কলকাতা লিগে নিয়মের বেড়াজালে বেশ কয়েকজনকে পাবে না মোহনবাগান । তাই পাওয়া না পাওয়ার তালিকায় চোখ না রেখে দলের তিরিশ জনের ফুটবল দক্ষতায় আস্থা রাখছেন । ক্লাব সমর্থকদের উৎসাহকে মোহনবাগান কোচ আশীর্বাদ বলে মনে করেন । তাই মোহনবাগান মাঠে কার্যত ঘাড়ের কাছে সমর্থকদের উৎসাহকে স্বাগত জানাচ্ছেন তিনি । ইতিবাচক ভঙ্গিতে সবকিছু দেখলেও মোহনবাগান মাঠ নিয়ে খুতখুতানি রয়েছে । কারণ ক্লাব মাঠের ঘাস মোটা । বাউন্সে তারতম্য রয়েছে । অবস্থা সামাল দিতে রোল করতে বলেছেন । তবে কোনও অজুহাত দিতে চান না । কারণ লিথুওনিয়াতে কৃত্রিম ঘাসের মাঠে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ।
বিয়েলসার কোচিং দর্শনে বিশ্বাসী কিবু ভিকুনা দ্রুত গোল পাওয়ার জন্য সেটপিসে জোর দিয়েছেন । সল্টলেক স্টেডিয়ামের তুলনায় ছোটো মাঠ মোহনবাগানের । তথাকথিত ছোটো দলের আলট্রা ডিফেন্সিভ ফুটবল সামলে জয়ের অঙ্ক কষতে হবে । বৃষ্টি ভেজা মাঠে নতুন প্রশ্নপত্রের সামনে কিবু