পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাসিং ফুটবলে ভরসা রেখেই বাজি জিততে চান কিবু ভিকুনা

কলকাতা লিগের পরে পুজোর ছুটি কাটিয়ে সবে অনুশীলন শুরু করেছেন কিবু ভিকুনা । কলকাতা লিগের পরে পুজোর ছুটি কাটিয়ে সবে অনুশীলন শুরু করেছেন তিনি । বাংলাদেশের টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদেশি দলগুলোর বিরুদ্ধে নিজেদের সব দিক থেকে ঝালিয়ে নিতে চাইছেন ভিকুনা ।

কিবু ভিকুনা

By

Published : Oct 10, 2019, 5:36 PM IST

কলকাতা, 10 অক্টোবর : হাতে সময় কম ৷ তাই প্রিসিজনের মত কঠিন শারীরিক অনুশীলন এখন সম্ভব নয় । দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে মোহনবাগান ফুটবলারদের ফিটনেস নিয়ে রুটিন সাজিয়ে ফেললেন পাওলিয়াস রাগাউসকাস ।

16 অক্টোবর বাংলাদেশ রওনা হচ্ছে মোহনবাগান । কলকাতা লিগের পরে পুজোর ছুটি কাটিয়ে সবে অনুশীলন শুরু করেছেন কিবু ভিকুনা । দলের ছয় বিদেশির মধ্যে সাইরাস ছাড়া বাকিরা উপস্থিত । ত্রিনিদাদ-টোবাগোর হয়ে ফিফা ফ্রেন্ডলি খেলছেন সবুজ মেরুন ডিফেন্ডার । তবে ক্যারিবিয়ান ডিফেন্ডারকে ছাড়াই দল সাজানোর কাজ শুরু করে দিয়েছেন সবুজ মেরুন হেডস্যার ।

দ্বিতীয় দিনের অনুশীলনে কিবু ভিকুনা শুধু বল দখলে রাখা নয় প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে যাওয়ার নির্দেশ দিয়েছেন । সেই মতো জোসেবা বেইটাকে মাঝ মাঠে রেখে বল দেওয়ার কাজটি সুচারুভাবে করাতে চাইছেন সবুজ মেরুনের স্প্যানিশ কোচ । বাংলাদেশের টুর্নামেন্টে ক'জন বিদেশি খেলানো যাবে তা নিয়ে সংশয় রয়েছে ।

তবে, কিবু ভিকুনার মাথায় এখন আই লিগের প্রস্তুতি । বাংলাদেশের টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদেশি দলগুলোর বিরুদ্ধে নিজেদের সব দিক থেকে ঝালিয়ে নিতে চাইছেন । তারপর আই লিগের জন্যে প্রস্তুতির চূড়ান্ত ধাপে দলকে নিয়ে যেতে চাইছেন । সেই সময় ফিটনেস বাড়ানোর জন্যে প্রয়োজনীয় অনুশীলন করানোর কথা বলেছেন । তাই বাংলাদেশের মাটিতে মরসুমের প্রথম ট্রফির মুখ দেখার ইচ্ছের সঙ্গে টার্গেট বড় করার জোরালো ইঙ্গিত মোহনবাগান ও তার কোচের ।

ABOUT THE AUTHOR

...view details