প্যারিস, 24 নভেম্বর : ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কাণ্ডে দোষী প্রমাণিত হলেন করিম বেঞ্জেমা (Benzema found guilty in sex tape case) । এক বছরের জেলের পাশপাশি 75 হাজার ইউরো জরিমানা করা হয়েছে ফরাসি তারকাকে ।
2015 সালে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় জড়িত থাকার জন্য প্রাথমিকভাবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল । যদিও ভার্সাই আদালতের নেওয়া সিদ্ধান্তে বেঞ্জেমার ভবিষ্যতকে প্রভাবিত করার সম্ভাবনা কম । ইতিমধ্যেই ফরাসি ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেট জানিয়ে দিয়েছেন, দোষী প্রমাণিত হলেও বেঞ্জেমার ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলতে কোনও সমস্যা হবে না ।