পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শতবর্ষে কপিলকে "ভারত গৌরব" সম্মান দেবে ইস্টবেঙ্গল

ক্লাবের একশো বছর পূর্ণ হওয়ায় কপিল দেবকে ভারত গৌরব সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা ।

শতবর্ষে কপিলকে "ভারত গৌরব" সম্মান দেবে ইস্টবেঙ্গল

By

Published : Jul 14, 2019, 5:24 AM IST

Updated : Jul 14, 2019, 5:42 AM IST

কলকাতা, 14 জুলাই : শতবর্ষের দোরগোড়ায় ইস্টবেঙ্গল । ক্লাবের একশো বছর পূর্ণ হওয়ায় কপিল দেবকে ভারত গৌরব সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ক্লাব কর্তারা । সোমবার শতবর্ষ কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

1993 সালে পি সেন ট্রফি জিততে ইস্টবেঙ্গলকে সাহায্য করেছিলেন কপিল । প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ইতিমধ্যে ক্লাবের তরফে যোগাযোগ করা হয়েছে । তাঁর প্রাথমিক সম্মতিও মিলেছে ।

শুধু কপিলদেব নন, শতবর্ষের অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসার চেষ্টা চলছে । ইতিমধ্যে তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছেছে । মিঠুন চক্রবর্তী ইস্টবেঙ্গলের লাইফ মেম্বার । পাশাপাশি অমর্ত্য সেনের শুভেচ্ছাবার্তা অনুষ্ঠানে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ক্লাবের শতবর্ষ পালনের তোড়জোড়ের মধ্যেই ফুটবল দলের প্রস্তুতি চলছে জোরকদমে । হেড কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া নতুন সপ্তাহের শুরুতে আসছেন । কিন্তু তাঁর অনুপস্থিতিতে ডেপুটি কোকো জোরকদমে অনুশীলন করাচ্ছেন । ফিজ়িও কার্লোস নোদার ফিটনেসের নানান কসরতে ফুটবলারদের শারীরিকভাবে তৈরি করার চেষ্টা করছেন ।

এদিকে, নতুন মরসুমে ফুটবলারদের ভুল ত্রুটি শোধরাতে প্র্যাকটিসে ড্রোন ব্যবহার করবে ইস্টবেঙ্গল । নতুন মরসুমে প্রস্তুতিতে ফাঁক রাখতে রাজি নয় লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক । ড্রোন ব্যবহারের পুলিশি অনুমতি চলে এসেছে । প্র্যাকটিসে ক্যামেরার ব্যবহার লালহলুদে নতুন নয় । গত মরসুমে ক্যামেরায় প্র্যাকটিস তুলে রেখে ভুল ত্রুটি শুধরে দিতেন লালহলুদ কোচ । এবার ড্রোন ক্যামেরা দিয়ে ছবি তুলে ফুটবলারদের ভুল ত্রুটি শুধরে দেবেন আলেয়ান্দ্রো ।

Last Updated : Jul 14, 2019, 5:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details