তুরিন, 22 মার্চ : কোরোনা আক্রান্ত পাওলো দিবালা ৷ আর্জেন্তিনার জাতীয় দলের এই ফুটবলার ক্লাব ফুটবলে খেলেন জুভেন্তাসের হয়ে ৷ দিবালাকে নিয়ে মোট তিন জন জুভেন্তাস ফুটবলার কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল ৷
নিজের টুইটার পেজে টুইট একথা জানান দিবালা নিজেই ৷ 11 মার্চ থেকে স্বেচ্ছায় কোয়ারান্টাইনে ছিলেন তিনি ৷ তবে তিনি একা আক্রান্ত নন একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর বান্ধবী ওরিয়ানাও ৷
দিবালাকে নিয়ে মোট তিন জন জুভেন্তাস ফুটবলার কোরোনা আক্রান্ত হলেন ৷ প্রথমে সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানি ও ফ্রান্সের মাতুইদি পর এই আর্জেন্তাইন কোরোনা আক্রান্ত হলেন ৷ তবে টুইট করে তিনি ভালো আছেন বলেও লেখেন এই ফরোয়ার্ড ৷
কোরোনা আক্রান্ত হয়েছেন AC মিলান ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনিও ৷ তাঁর 18 বছরের পুত্রকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷
কোরোনা আক্রান্ত হয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ফেলাইনিও ৷ সম্প্রতি চিনের লিগে খেলছিলেন তিনি ৷