তুরিন, 29 মার্চ : প্য়ানডেমিকের কবলে বিশ্ব ৷ এর প্রভাব সবথেকে বেশি পড়েছে ইট্যালিতে ৷ 10 হাজারের বেশি মানুষ মারা গেছেন কোরোনায় আক্রান্ত হয়ে ৷ এবার কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন উদ্যোগ দেখা গেল সেই ইট্যালিতেই ৷ দেশের প্রথম সারির ফুটবল ক্লাব জুভেন্তাসের ফুটবলাররা জানালেন মার্চ থেকে মে মাস পর্যন্ত কোনও পারিশ্রমিক তাঁরা নেবেন না ৷
কোরোনা মোকাবিলায় চার মাসের বেতন দেবে জুভেন্তাস ফুটবলাররা - কোরোনাভাইরাসের চিকিৎসা
জুভেন্তাস ফুটবলাররা তাদের বার্ষিক বেতনের এক তৃতীয়াংশ ক্লাবের কোষাগারে দান করছেন ৷ এমনকী এই মহৎ উদ্যোগে যোগ দিয়েছেন ক্লাবের কোচ মারিও সারিও ৷ ক্লাবের তরফে ফুটবলারদের এমন উদ্যোগের কথা অনুরাগীদের জানানো হয় ৷
এই সংকটের সময়ে এই অভিনব উদ্যোগের মাস্টার মাইন্ড পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ জুভেন্তাস ফুটবলাররা তাদের বার্ষিক বেতনের এক তৃতীয়াংশ ক্লাবের কোষাগারে দান করছেন ৷ এমনকী এই মহৎ উদ্যোগে যোগ দিয়েছেন ক্লাবের কোচ মারিও সারিও ৷ ক্লাবের তরফে ফুটবলারদের এমন উদ্যোগের কথা অনুরাগীদের জানানো হয় ৷ দলের ফুটবলারদের এমন সিদ্ধান্তে জুভেন্তাসের প্রায় 90 মিলিয়ন ইউরো বাঁচবে ৷
আর্থিক ক্ষতির পাশাপাশি কোরোনা থেকে ছাড় পাননি দলের ফুটবলাররাও ৷ দলের প্রথম সারির তিন ফুটবলার ড্যানিয়েল রুগানি, ব্লেস মাতুইদি ও পাওলো দিবালা কোরোনা আক্রান্ত ৷ তবে দিবালা এখন অনেকটাই সুস্থ ৷ ধীরে ধীরে হালকা অনুশীলন শুরু করছেন বলে সম্প্রতি জানিয়েছেন আর্জেন্তাইন স্টাইকার ৷