তুরিন , 29 জুলাই : চ্যাম্পিয়ন্স লিগের লিয়ঁ ম্যাচে নামতে পারেন পাওলো দিবালা । 7 অগাস্ট ঘরের মাঠে লিয়ঁর বিরুদ্ধে মাঠে নামবে 2019-20 সিরি এ জয়ীরা । জুভেন্তাসের চিকিৎসকদের মতে 7 অগাস্টের আগে ফিট হয়ে যাবেন দিবালা ।
27 জুলাই সাম্প্দোরিয়ার বিরুদ্ধে সিরি এর ম্যাচে বাঁ পায়ের উরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন দিবালা । ম্যাচে 2-0 গোলে জিতে সিরি এ জয় নিশ্চিত করে তুরিনের বুড়িরা । পরে মেডিকেল রিপোর্টে জানা যায় তার বাঁ পাঁয়ের উরু ফুলে রয়েছে ।