তুরিন, 9 অগাস্ট : চেলসির দেখানো পথেই হাঁটল জুভেন্তাস ৷ একসময় দলের মাঝ মাঠের দায়িত্ব সামলানো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে দা ব্লুজদের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ৷ এবার আন্দ্রে পিরলো ৷ দুই পায়ে ফুটবলকে শিল্পে পরিণত করা পিরলোর হাতে তুলে দেওয়া হল রোনাল্ডো, দিবালাদের দায়িত্ব ৷
চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16-র লড়াইয়ে একা কুম্ভ হয়ে দাঁড়ানো রোনাল্ডোও বাঁচাতে পারেননি দলকে ৷ অ্যাওয়ে গোলের সুবাদে 2-2 গোলের ব্যবধান থাকলেও শেষ আটে পৌঁছে গেল লিঁয় ৷ অন্যদিকে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হলেও দলের খেলায় খুশি হতে পারেনি কর্মকর্তারা ৷ তাই ইউরোপ সেরার লাড়াইয়ে বিদায় নেওয়ার পরই কোচ মৌরিসিও সারিকে সরিয়ে দেওয়া হল ৷ তিন বছরের চুক্তিতে জুভেন্তাসে এলেও মাত্র একবছরই স্থায়ী হলেন তিনি ৷
সারির বিদায়ের পর রোনাল্ডোদের দায়িত্ব কে থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়ে যায় ৷ ওঠে আসে কয়েকটি নাম ৷ তার মধ্যে ছিলেন মৌরিসিও পচেত্তিনি, আন্দ্রে পিরলো, রবার্তো মানচিনি, অ্যালেগ্রি ও সিমিওনের মতো ব্যক্তিত্বরাও ৷ কিন্তু সবাইকে টেক্কা দিয়ে ঘরের ছেলে ও মাঝ মাঠের মায়েস্ত্র আন্দ্রে পিরলোর হাতে দায়িত্ব তুলে দিলেন কর্তারা ৷
আরও পড়ুন :- চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাসের বিদায়, চাকরি খোয়ালেন কোচ সারি