মাদ্রিদ, 19 ফেব্রুয়ারি: অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোর সঙ্গে সুখের স্মৃতি জড়িয়ে রয়েছে লিভারপুলের ৷ টটেনহ্যামকে হারিয়ে এই মাঠেই গত মরশুমে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলেছিল দ্য রেডসরা ৷ তবে মঙ্গলবার অ্যাটলেটিকোর মাঠে হারের যন্ত্রণা ভোগ করতে হল লিভারপুলকে ৷ তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৷ শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে 1-0 গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ যদিও আশা ছাড়তে নারাজ ক্লপ ৷ বরং অ্যানফিল্ডে এই হারের বদলা নিতে মুখিয়ে তারা ৷
ইংলিশ প্রিমিয়র লিগে 76 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা যুর্গেন ক্লপের দল বাকিদের ধরা ছোঁয়ার বাইরে ৷ আত্মবিশ্বাসে ভরপুর সেই দলটাকেই ইউরোপ সেরার লড়াইয়ে মাটিতে নামিয়ে এনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ ম্যাচের স্কোর অন্য কথা বললেও মাদ্রিদের মাঠে বল দখলের লড়াইতে কিন্তু এগিয়ে ছিল লিভারপুল ৷ যদিও লিভারপুলের কিন্তু মানে-সালাহদের নেওয়া শট গোলমুখ খুলতে ব্যর্থ ৷ অন্যদিকে যেটুকু সময় বল নিজেদের দখলে রেখেছিল অ্যাটলেটিকো তার মধ্যেই সফল তারা ৷ ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে কর্নার থেকে ফাবিনহোর পা ছুঁয়ে গোলের সামনে বল পেয়ে গিয়েছিলেন সাউল নিগুয়েজ ৷ গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দিতেই উচ্ছাসে ফেটে পড়ে ওয়ান্ডা স্টেডিয়াম ৷ ম্যাচের বাকি সময়টা বারবার আক্রমণ হেনে ম্যাচে ফেরার চেষ্টা করেছে লিভারপুল ৷ অন্যদিকে দিয়েগো সিমিওনের দল ব্যস্ত ছিল রক্ষণভাগ সামলাতে ৷