পানাজি, 20 ডিসেম্বর : হাবাসের বদলি হিসেবে কার্যত জুয়ান ফেরান্দোকেই বেছে নিলেন এটিকে মোহনবাগান কর্তারা (juan ferrando is set to be the new coach of atk mohun bagan) । ক্লাবের তরফ থেকে সরকারি ঘোষণা না হলেও মোহনবাগানের কোচ হিসেবে জুয়ান ফেরান্দো চূড়ান্ত হয়ে গিয়েছে । টুইট করে জুয়ানের দলবদলের খবর নিশ্চিত করে দিয়েছেন এফসি গোয়ার মালিক অক্ষয় ট্যান্ডন ৷
গত বছর গোয়া দলের কোচের দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিলেন জুয়ান । হুগো বুমোসদের নিয়ে বহু ম্যাচেই নাচিয়ে ছেড়েছিলেন প্রতিপক্ষকে ৷ ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ড কাপ, সুপার কাপে চ্যাম্পিয়ন করেছেন দলকে ৷ এএফসি চ্যাম্পিয়নস লিগে শক্তিশালী আল রায়ানকে রুখে দিয়েছেন ৷ অন্যদিকে সেই বুমোসকে পেয়েও এখনও কাজে লাগাতে পারেননি হাবাস ৷
রবিবার দুপুরেই এফসি গোয়ার থেকে রিলিজ অর্ডার চেয়েছেন জুয়ান । দলের কর্ণধার অক্ষয় ট্যান্ডন টুইটে জানিয়েছেন, ‘‘কোচের এই দলবদলে আমি বিরক্ত । কারণ জুয়ান কোনও আলোচনার জায়গার সুযোগ না দিয়েই রিলিজ চেয়েছেন । মোহনবাগানের তরফে অ্যাকাউন্টে রিলিজ মানি ঢুকলেই কোচকে ছেড়ে দেবে দল ৷’’